ইনিংস ব্যবধানে জয়ে হেটমায়ারের 'বালির বাঁধ'

টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট নিলেন মিরাজ। ছবি: শামসুল হক
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট নিলেন মিরাজ। ছবি: শামসুল হক
>

মিরপুর টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৬ রান করেছেন মাহমুদউল্লাহ। আর ওয়েস্ট ইন্ডিজের ‘ওঁরা ১১ জন’ মিলে প্রথম ইনিংসে তুলেছে ১১১। মাহমুদউল্লাহ তাহলে লিড পেলেন ২৫ রানের। এই নির্মম রসিকতাই চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিপক্ষ দল নিয়ে এমন রসিকতা বেশ কদর্য মনে হলেও ম্যাচের প্রতিচ্ছবি তো এটাই!

তা নয়তো কী? আজ তৃতীয় দিন সকালে প্রথম সেশনে পড়েছে ৯ উইকেট। খেলা না দেখে থাকলে ভাবতে পারেন, তা হয় কীভাবে? কাল তো ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, তা শেষ করেছিল বটে। তবে ওয়েস্ট ইন্ডিজের সেই প্রথম ইনিংস শেষ হয়েছে সকালের সেশনে ১২.৪ ওভারের মধ্যে। ১১১ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে তারা পড়েছে ফলোঅনে। আর বাংলাদেশও প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলোঅনে পাঠাতে কুণ্ঠা করেনি। এরপর সকালের সেশন শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরও ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখন চলছে দ্বিতীয় সেশনের খেলা। শুধু-ই কি খেলা? রীতিমতো ঘূর্ণিজাল বিছিয়ে ছেলেখেলা!

তা করছেন বাংলাদেশের স্পিনাররা। সফরকারী দলের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট সাকিব আল হাসানের। দ্বিতীয় ইনিংসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ‘সাকিব-মিরাজ শো’তে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম আর নাঈম হাসানও। মিরাজের শিকার (এ পর্যন্ত) ৩ উইকেট। অর্থাৎ টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ন্যূনতম ১০ উইকেট নিলেন মিরাজ। ২ উইকেট তাইজুলের আর ১টি করে উইকেট সাকিব-নাঈমের। এই ‘স্পিন চতুষ্টয়’-এর জাল ছিঁড়ে গ্যালারির দর্শকদের যা একটু বিনোদন দিচ্ছেন ডেনজা হেটমায়ার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফলোঅনে নেমে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৪৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে হেটমায়ারের একার অবদানই ৮৩ বলে ৮১। কোনো চার নেই, ৮ ছক্কা! কিন্তু তাতে শেষ রক্ষা হচ্ছে না। হাতে মাত্র ৩ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ওয়েস্ট ইন্ডিজ এখনো ২৫২ রানের ‘অসম্ভব’ দূরত্বে পিছিয়ে। আর তাতে টেস্টে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।