ইংল্যান্ডের প্রস্তাবে ‌'না' পন্টিং-জয়াবর্ধনের

ইংল্যান্ডের প্রধান কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিকি পন্টিংবিসিসিআই

ক্রিস সিলভারউড নতুন দায়িত্ব নিয়েছেন, শ্রীলঙ্কার প্রধান কোচ হয়ে আগামী মাসে বাংলাদেশ সফরেও আসবেন ইংল্যান্ডের সাবেক কোচ। তবে সিলভারউডকে ছাঁটাই করা ইংল্যান্ড তাদের ছেলেদের দলের জন্য এখনো কোচ খুঁজে পায়নি। সম্ভাব্য তালিকায় বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, আবার কয়েকজনের প্রস্তাব নাকচ করে দেওয়ার খবরও আসছে। সর্বশেষ রিকি পন্টিং ও মাহেলা জয়াবর্ধনে ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

পন্টিং ও জয়াবর্ধনে—দুজনই এখন ব্যস্ত আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিং, মুম্বাই ইন্ডিয়ানসের দায়িত্বে জয়াবর্ধনে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ছেলেদের ক্রিকেটের নতুন ব্যবস্থাপনা পরিচালক রব কি ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য পন্টিংকে প্রস্তাব দিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল। তবে সেটি নেননি পন্টিং।

মুম্বাই ইন্ডিয়ানসের দায়িত্ব পালন করছেন জয়াবর্ধনে
বিসিসিআই

এর আগে অস্ট্রেলিয়ার কোচ হওয়ার ব্যাপারে দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে পন্টিং বলেছিলেন, ‘লোকে যে মনে করে আমার এমন বড় দায়িত্ব পালন করার সামর্থ্য আছে, এটা অবশ্যই ভালো ব্যাপার। তবে কোচিংয়ের প্রস্তাবে হ্যাঁ বা না বলাটাই সব নয়, আরও অনেক ব্যাপার আছে। অবশ্যই অস্ট্রেলিয়া দলকে কোচিং করাতে পারলে ভালো লাগবে। তবে আমার সন্তানেরা এখনো ছোট, বছরে ৩০০ দিনই তাই কাজের পেছনে ব্যয় করতে পারব না। এ কারণেই আইপিএল খুব ভালোভাবে কাজে দেয় আমার।’

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সংস্করণ ও সীমিত ওভারের জন্য আলাদা দুজন কোচ খুঁজছেন কি। পন্টিংকে দেওয়া হয়েছিল সীমিত ওভারের প্রস্তাব। একই প্রস্তাব দেওয়া হয়েছিল জয়াবর্ধনেকেও।

জাস্টিন ল্যাঙ্গার
ছবি: এএফপি

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাম শোনা গিয়েছিল ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে। ল্যাঙ্গারের সাবেক সতীর্থ মিক লুইস বলেছেন, তাঁকে বেছে নিলে ভুল করবে না ইংল্যান্ড, ‘যদি তারা একটু কঠোর কাউকে চায়, ফিটনেসের ব্যাপারে যার অনেক নজর, তাহলে জেএল (জাস্টিন ল্যাঙ্গার) উপযুক্ত একজন হবে। তবে ইংল্যান্ড কোনদিকে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত নই আমি। অস্ট্রেলিয়াতে সে দুর্দান্ত কাজ করেছে।’

বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন
ফাইল ছবি: প্রথম আলো

ল্যাঙ্গারের পর সম্প্রতি এসেছে ওটিস গিবসনের নাম। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ কাজ এর আগে ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড ও বাংলাদেশে। ইংল্যান্ডে দায়িত্ব পালন করেছেন ভিন্ন দুই মেয়াদে। যদিও সম্প্রতি তিন বছরের জন্য কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে চুক্তি করেছেন গিবসন। তবে টেস্ট দলের জন্য তাঁকে ভাবা হচ্ছে, জানা গেছে এমন।

সীমিত ওভারের কোচ হিসেবে নাম আছে সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান নিক নাইটেরও। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে স্কাই স্পোর্টস ধারাভাষ্যে নিয়মিত ছিলেন কি, নাইটের সঙ্গেও কাজ করেছেন।