২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্টোকসকে নিয়ে এক বিন্দুতে আথারটন-হুসেইন-ভন

বেন স্টোকসফাইল ছবি: এএফপি

অ্যাশেজে দলের বাজে পারফরম্যান্সের মধ্যেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইংল্যান্ডের জো রুট। গত বছরে টেস্টে সর্বোচ্চ রান করা রুট বছরের সেরা খেলোয়াড়ের দৌড়েও ছিলেন। ব্যাটসম্যান জো রুটকে দারুণ পছন্দ মাইক আথারটন, নাসের হুসেইন ও মাইকেল ভনের।

কিন্তু কিছুদিন ধরে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে রুটকে একদমই পছন্দ হচ্ছিল না সাবেক তিন অধিনায়কের। অবশেষে তাঁদের ইচ্ছা পূরণ হয়েছে। টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব ও সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়া রুট।

রুট তো দায়িত্ব ছেড়ে দিয়ে মুক্তি পেয়েছেন। কিন্তু সে দায়িত্ব কাউকে তো নিতে হবে। সে ক্ষেত্রেও নিজেদের পছন্দের কথা জানিয়েছেন আথারটন, হুসেইন ও ভন। বেন স্টোকসকেই তিনজন বেছে নিয়েছেন পরবর্তী অধিনায়ক হিসেবে।

ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট
ফাইল ছবি: এএফপি

পাঁচ বছর ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে ছিলেন রুট। অ্যালিস্টার কুকের কাছ থেকে দায়িত্ব পেয়ে দেশকে ২৭ টেস্টে জয় এনে দিয়েছেন। কিন্তু গত এক বছরে টানা ব্যর্থতা তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। ইয়ান চ্যাপেল তো অ্যাশেজের সময় বলেছেন, রুটের অধিনায়কত্ব হচ্ছে, ‘ভালো অধিনায়কের বিপরীত।’ অ্যাশেজের পরই তাঁর পদত্যাগ চেয়েছিলেন আথারটনরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর আর দায়িত্ব ধরে রাখার ইচ্ছা হয়নি রুটেরও। গতকাল সরে গেছেন দায়িত্ব থেকে।

রুটের বিদায়ে ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেট দলের নেতৃস্থানীয় আরেকটি পদ শূন্য হলো। প্রধান কোচ, ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচক, এখন টেস্ট অধিনায়কও যুক্ত হলো। আপাতত অধিনায়ক কে হবেন, সে প্রশ্নের উত্তর আছে মাইকেল ভনদের কাছে। বিবিসির সঙ্গে কথোপকথনে ভন স্টোকসকে বেছে নিয়েছেন বুদ্ধিমত্তার কারণে, ‘আমি অন্য কাউকে দেখছি না যে এই দায়িত্ব নিতে পারবে এবং দলে তার জায়গাও পাকা। বেন স্টোকসকে বেছে নিলে আপনি এমন কাউকে পাচ্ছেন, যার বুদ্ধিদীপ্ত ক্রিকেট মস্তিষ্ক আছে এবং সে নিজের সর্বোচ্চ দেবে। সতীর্থদের সম্মানটাও পাবে সে।’

মাইকেল আথারটনের চোখে স্টোকসই হবেন পরবর্তী অধিনায়ক। কারণ, বর্তমান সমস্যার একমাত্র যৌক্তিক সমাধান স্টোকসই। এই অলরাউন্ডারের পক্ষে তাঁর যুক্তি, আর কেউ তো নেই দলে! স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘বেন স্টোকসই একমাত্র পছন্দ। জো রুট নিজ থেকে সরে গেছে, এ ব্যাপারটা সাহায্য করবে। বেন স্টোকস রুটের অনেক অনুগত ছিল এবং রুট নিজ থেকে সরে যাওয়ায় স্টোকস এই দায়িত্ব এখন স্বচ্ছন্দে নিতে পারবে।’

রুটের সঙ্গে স্টোকসের সম্পর্কটা দারুণ
ছবি: ইনস্টাগ্রাম

নাসের হুসেইনেরও পছন্দ স্টোকস। তবে মানসিক অবসাদের কারণে গত বছর বেশ লম্বা একটা সময় ছুটিতে যাওয়া এই অলরাউন্ডারের ব্যাপারে তাঁর মনে একটা ‘কিন্তু’ আছে। ডেইলি মেইলের কলামে লিখেছেন, ‘এই কাজের জন্য আপনাকে মানসিক ও শারীরিকভাবে ভালো থাকতে হবে। মাঠের বাইরের এই সমস্যাগুলো বেনের আছে। ক্রিকেট পরিচালক পদে যিনিই আসুন না কেন, তাঁর প্রথম কাজ হবে স্টোকসের সঙ্গে বসা, ওর চোখে চোখ রেখে কথা বলা, ওর অবস্থা বোঝা।’

নাসেরের কথা—স্টোকস যদি এই দায়িত্ব নিতে প্রস্তুত না থাকে, তাহলে আপাতত ৩৫ বছর বয়সী স্টুয়ার্ট ব্রডকে বেছে নেওয়া যায়। ‘স্বল্প মেয়াদে এই গ্রীষ্মের সেরা দল বেছে নিতে চাইলে ব্রডকে দিতে হবে দায়িত্ব। স্টুয়ার্টের দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক আছে, অনেক অভিজ্ঞতা এবং একজন লড়াকু, যে প্রতিটি ম্যাচেই জিততে চায়। গত কয়েক মাসের অভিজ্ঞতার পর নিজেকে প্রমাণের দায় আছে ওর। আমরা সবাই জানি এমন পরিস্থিতিতে ও কতটা ভয়ংকর।’