২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইংল্যান্ডে করোনায় আক্রান্ত রোহিত

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন রোহিত শর্মাফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টের আগে বড় একটি ধাক্কাই খেল ভারত দল। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবরটি দিয়েছে। বিসিসিআই বিবৃতিতে লিখেছে, ‘টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা শনিবার করা কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি টিম হোটেলে সঙ্গনিরোধে আছেন এবং বিসিসিআইয়ের চিকিৎসকদল তাঁর দেখভাল করছে।’

আরও পড়ুন
কুচকির চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে খেলা হচ্ছে না লোকেশ রাহুলের
ফাইল ছবি

লেস্টারশায়ারের বিপক্ষে গত বৃহস্পতিবার শুরু প্রস্তুতি ম্যাচে ছিলেন রোহিত। ভারতের প্রথম ইনিংসে ২৫ রান করেছেন ভারতের অধিনায়ক। কিন্তু শনিবার তাঁর করোনা ধরা পড়ার পর আইসোলেশনে চলে যেতে হয়েছে তাঁকে। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি রোহিত।

গত বছর করোনার কারণে পাঁচ টেস্টের সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছিল। সেই সিরিজে না হওয়া পঞ্চম টেস্টটি এবারের সফরে খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে এমনিতেই নিয়মিত ওপেনার লোকেশ রাহুলকে হারিয়েছে ভারত। কুঁচকির চোটের কারণে দলে নেই তিনি। এর সঙ্গে রোহিত খেলতে না পারলে ভারতের জন্য বার্মিংহাম টেস্ট হয়তো কঠিন রূপেই ধরা দেবে।

আরও পড়ুন
ইংল্যান্ডে পা রাখার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অশ্বিন
ফাইল ছবি

ভারত দলে অবশ্য করোনা হানা দিয়েছে ইংল্যান্ডে পা রাখার আগেই। করোনা পজিটিভ হওয়ায় তারা দেশে রেখে এসেছিল অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। করোনা নেগেটিভ হয়ে পরে অবশ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অশ্বিন।

একদিকে করোনা আর চোটে এলোমেলো ভারত দল। অন্যদিকে ইংল্যান্ড এই সময়ে আছে দারুণ ছন্দে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছে বেন স্টোকসের দল। ভারতের জন্য অবশ্য একটা ভালো দিক হলো, গত বছর লর্ডস আর ওভালে টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে তারা।

আরও পড়ুন