২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘আমি যদি কোচিংও করাই, অধিনায়কত্বও করি, তাহলে তো সমস্যা’

সাকিব আল হাসানএএফপি

ব্যাটসম্যানদের সমস্যাটা কোথায়? পরপর কয়েকটা টেস্টে ব্যাটিং ধসের পর বাংলাদেশের টেস্ট দলের ব্যাটসম্যানদের নিয়ে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন? অ্যান্টিগা টেস্টে ব্যর্থতার পর একই প্রশ্নের মুখোমুখি হতে হলো টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকেও। সাকিবও কোনো রাখঢাক না রেখেই ব্যাটসম্যানদের টেকনিকের সমস্যার বিষয়টি সামনে নিয়ে এলেন।

টেকনিক নিয়ে ব্যাটসম্যানদের আরও কাজ করতে হবে, সাকিব এমনটাই মনে করেন
এএফপি


সাকিবের দৃষ্টিতে বাংলাদেশ দলে ‘টেকনিক্যালি নিখুঁত’ ব্যাটসম্যান খুব বেশি নেই। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে কী করতে হবে, সেই পরামর্শও দিয়েছেন সাকিব, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে। আমাদের টেকনিক্যালি সাউন্ড খুব বেশি ক্রিকেটার নেই। সবারই অনেক টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদের উপায় বের করতে হবে কীভাবে ক্রিজে থাকতে হবে, কীভাবে রান করতে হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যার যার ব্যক্তিগত পর্যায় থেকেই আসতে হবে। প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে, কীভাবে সে রানে ফিরবে।’

আরও পড়ুন

টেকনিকের সমস্যা শোধরানোর দায়িত্বটা জাতীয় দলের কোচদেরও। অধিনায়ক হিসেবে সাকিব এখানে নিজের তেমন কোনো ভূমিকা দেখান না। তাঁর চাওয়া, কোচ ও ক্রিকেটার—সবাই যেন যে যাঁর জায়গা থেকে দায়িত্বটা পালন করেন। এ ব্যাপারে সাকিবের স্পষ্ট কথা, ‘দেখুন, এটা আসলে আমার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। আমি যদি কোচিংও করাই, অধিনায়কত্বও করি, তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু, ওইটুকুতেই যদি থাকি, তাহলে আমার জন্য ভালো। আমার দায়িত্ব যতটুকু, ততটুকুই পালনের চেষ্টা করব। বাকি যাঁরা আছেন, সবাই তাঁদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করলে সবার জন্য কাজটা সহজ হবে।’

আরও পড়ুন