২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আবু জায়েদকে রেখে বিসিবি একাদশ দল ঘোষণা

আবু জায়েদফাইল ছবি: প্রথম আলো

মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুফল পেয়েছেন এনামুল হক। প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর তিনিও এসেছেন নির্বাচকদের বিবেচনায়।

টেস্ট দল থেকে বাদ পড়া আবু জায়েদ, সাদমান ইসলাম ও সাইফ হাসান আছেন এই দলে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে দলে আছেন মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন

এ ছাড়া একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে সেজেছে বিসিবি একাদশ দলটি। শাহাদাত হোসেন, জাকির হাসান, অমিত হাসানরা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করছেন। বোলারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার উপহার পেয়েছেন তরুণ পেসার মোহাম্মদ এনামুল হক, রিপন মণ্ডল, মুশফিক হাসান ও মুকিদুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে। ম্যাচটির ভেন্যু বিকেএসপি।

বিসিবি একাদশ দল:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, শাহাদাত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান, আবু জায়েদ।