আজ তামিমের কী কী রেকর্ড হলো ?
>তামিমে চওড়া ব্যাটের ওপর ভড় করে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
টি-টোয়েন্টিতে তামিম ইকবালের দুইটি সেঞ্চুরি আছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। অথচ বিপিএলে একটা সেঞ্চুরি ছিল না তামিমের। বাঁহাতি ওপেনার বিপিএলে সেঞ্চুরি করতে বেছে নিলেন ফাইনালের মতো বড় মঞ্চে। খেললেন ৬১ বলে ১৪১ রানের ঝকঝকে ইনিংস। ধ্রুপদি এই ইনিংসের পথে যে রেকর্ডগুলোর রেকর্ডের মালিক হলেন তামিম।
• টি-টোয়েন্টির কোনো ফাইনালে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি করলেন।
• তামিমের আজকের স্ট্রাইকরেট ২৩১। ফাইনালে ৫০-এর ওপরে রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সেরা।
•অপরাজিত ১৪১ রান তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চও। তামিম ভেঙেছেন নিজেরই রেকর্ড। এর আগে ২০১৩-১৪ মৌসুমে স্বীকৃত টি টোয়েন্টিতে বিসিবি-মোহামেডান ম্যাচে ১৩০ রান করেছিলেন তামিম।
• বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। গত বিপিএলেই ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।
• তামিমের ইনিংসে ছক্কা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই অঙ্কের ছক্কা পেলেন তামিম। ছয় মেরেছেন এগারোটি।
• মুশফিককে (১৭৮৩) ছাড়িয়ে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান এখন তামিম ইকবালের (১৮২৫)।