আইপিএলে ৬ বার প্রথম বলে আউট কোহলি, এই মৌসুমেই তিনবার

আবারও শূন্য রানে, প্রথম বলেই আউট কোহলিছবি: বিসিসিআই

দুঃসময় পিছু ছাড়ছে না বিরাট কোহলির। এবারের আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না। মাঝখানে একটি অর্ধশতক পাওয়ায় মনে করা হচ্ছিল ধীরে ধীরে ফর্মে ফিরছেন। সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন তো উচ্ছ্বসিতই ছিলেন কোহলির ব্যাটে রান আসছে দেখে। কিন্তু রান পেলেও অনেকেই তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে উচ্ছ্বসিত হতে পারছিলেন না। কী একটা যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁর ব্যাটিংয়ে।

আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আবারও শূন্য রানে আউট বেঙ্গালুরু তারকা। ম্যাচের প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরলেন তিনি। এ নিয়ে এবারের আইপিএলে তিনবার প্রথম বলেই আউট হলেন কোহলি। এর মধ্যে পরপর দুই ম্যাচে প্রথম বলে ফিরেছেন তিনি। আইপিএলে মোট ৬ বার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। এর মধ্যে এবারের আইপিএলেই তিনবার!

দুঃসময় পিছুই ছাড়ছে না কোহলির
ছবি: বিসিসিআই

হায়দরাবাদের বিপক্ষে এবারের আইপিএলে দুটি ম্যাচেই শূন্য রানে ফিরলেন কোহলি। আগের ম্যাচে তিনি আউট হয়েছিলেন মার্কো ইয়ানসেনের বলে। আজ আউট হয়েছেন জগদীশ সুচিতের বলে। আইপিএল-ক্যারিয়ারে কোহলি প্রথমবারের মতো প্রথম বলেই আউট হয়েছিলেন ২০০৮ সালে। বেঙ্গালুরুতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আশিস নেহরার বলে ফিরেছিলেন তিনি। এরপর তিনি ২০১৪ ও ২০১৭ আইপিএলেও যথাক্রমে পাঞ্জাব কিংসের বিপক্ষে ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম বলেই ফিরেছিলেন। ২০১৪ সালে তিনি ফিরেছিলেন সন্দীপ শর্মার বলে, ২০১৭ সালে নাথান কোল্টার-নাইলের বলে ফিরেছিলেন তিনি।

সানরাইজার্সের বিপক্ষে এবারের আইপিএলেই দুইবার প্রথম বলে ফিরেছেন কোহলি
ছবি: বিসিসিআই

এবারের আইপিএলে দুইবার সানরাইজার্সের বিপক্ষে তিনি প্রথম বলে ফিরেছেন। এ ছাড়াও প্রথম বলেই আউট হয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে—সে ম্যাচে কোহলিকে আউট করেছিলেন দুষ্মন্ত চামিরা।

আইপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশিবার প্রথম বলেই ফেরার ঘটনা তিনটি করে। ২০১৩ সালে সুরেশ রায়না ৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন, ২০১৩ সালেই তিনবার প্রথম বলে আউট হয়েছিলেন গুরকিরাত সিং মান। ২০১৮ সালে তিনবার প্রথম বলে ফিরেছেন রোহিত শর্মা, ২০১৯ সালে অ্যাশটন টার্নার ও ২০২০ সালে নিতীশ রানা।