২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএল শেষ, অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত ভারতীয় পেসার

এবারের আইপিএলে আর বল করতে দেখা যাবে না ভুবনেশ্বর কুমারকে।ছবি: বিসিসিআই

নিতম্বের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে পড়েছেন পেসার ভুবনেশ্বর কুমার। গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চোট পান সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার। ১৯তম ওভারের প্রথম বলের পর চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। ওভারের বাকি পাঁচ বল করেন খলিল আহমেদ।

এই চোটে তাঁর শুধু আইপিএলই শেষ হয়নি, আগামী বছরের শুরুতে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর থেকেও ছিটকে যেতে হতে পারে ৩০ বছর বয়সী ভারতীয় পেসারকে।

চেন্নাইয়ের বিপক্ষে ৭ রানে জয় পায় সানরাইজার্স। সে ম্যাচে ৩.১ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ভুবনেশ্বর উইকেট পেয়েছিলেন একটি। সে ম্যাচ শেষে ভুবনেশ্বরের চোট নিয়ে প্রশ্ন উঠলে সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছিলেন, ‘ওর চোট সম্পর্কে আমি তেমন কিছু জানি না। আমাকে ফিজিওর সঙ্গে কথা বলতে হবে। ভুবি (ভুবনেশ্বর) পরের ম্যাচে আদৌ খেলতে পারবে কি না, তা সবকিছু জানার পরই বলতে পারব।’

শুক্রবার চোট নিয়ে মাঠ ছাড়ার দুদিন পর রোববারও মনে করা হয়েছিল ভুবনেশ্বরের চোটটা গুরুতর নয়। কাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছিলেন, কয়েকটি ম্যাচ মিস করতে পারেন ভুবনেশ্বর। কিন্তু আজ দলের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে, ভুবনেশ্বরের আইপিএলই শেষ হয়ে গেছে।

আরব আমিরাতে চলছে আইপিএল। সেখান থেকে হায়দরাবাদের দলের ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নিতম্বের চোটের কারণে ভুবি (ভুবনেশ্বর) এই বছর আর টুর্নামেন্টে খেলতে পারবেন না। বোলিং বিভাগের নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশকে হারানো দলের জন্য একটি বড় ধাক্কা।’

বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় আট দলের মধ্যে সাত নম্বরে আছে হায়দরাবাদ। এরওপর দলটিতে চোটের হানা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই চোট পাওয়ায় টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে মিচেল মার্শের। এবার ছিটকে গেলেন ভুবনেশ্বর।

ভারতের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ বোলার ভুবনেশ্বর (বাঁ থেকে দ্বিতীয়)।
ছবি: এএফপি

শুধু সানরাইজার্সেরই গুরুত্বপূর্ণ বোলার নন, ভারতের ওয়ানডে দলেও ভুবনেশ্বর বেশ গুরুত্বপূর্ণ বটে। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে শঙ্কা, এই চোটে অস্ট্রেলিয়ায় মহাকাঙ্খিত সেই সফরেও খেলা না হতে পারে ভুবনেশ্বরের।

ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে সে ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনাই আঁটতে হবে।