আইপিএল ফাইনাল খেলে আজ রাতেই বাংলাদেশ দলে যোগ দেবেন সাকিব

আইপিএল ফাইনালে বল করছেন সাকিবছবি: আইপিএল

গতকাল রাতে আবুধাবি থেকে ওমানের মাসকাট এসেছে বাংলাদেশ দল। আজ দিনটা বিশ্রাম নিয়ে কাটিয়ে কাল বিকেলে অনুশীলনে নামার কথা মাহমুদউল্লাহর দলের। পরদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিন বাংলাদেশ দলের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। তার আগেই সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন। আজ রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের ফাইনাল ম্যাচ খেলেই মাসকাটের উদ্দেশে রওনা দেবেন। দলের এক সূত্র বিষয়টি জানিয়েছে।

সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। প্রথমে ওমানের প্রস্তুতি ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলে আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আইপিএলের কারণে কোনো ম্যাচেই ছিলেন না সাকিব। আইপিএলে ছিলেন মোস্তাফিজুর রহমানও। ওমান ‘এ’ দলের ম্যাচের পর দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি, বিশ্রামে ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। পরে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। চোটের কারণে অধিনায়ক মাহমুদউল্লাহকে পাওয়া যায়নি কোনো ম্যাচেই।

দলের সঙ্গে সফর করা নির্বাচক হাবিবুল বাশার তাই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ওমান ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ দল সহজে জিতলেও শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ছিল ব্যর্থ। সেটি আবার হাবিবুলকে কিছুটা হতাশ করেছে, ‘আমাদের মূল একাদশ খেলেনি। মোস্তাফিজ আইপিএল শেষ করে এসেছে, সাকিব এখনো আইপিএল খেলছে, আমাদের অধিনায়ক খেলতে পারেনি। তবে দেখার বিষয় ছিল বাকিরা কেমন করে সুযোগ নিচ্ছেন। আরেকটু বেশি প্রত্যাশা ছিল, বিশেষ করে ব্যাটিংয়ে। আবুধাবিতে কন্ডিশন ভালো ছিল। টপ অর্ডারে কারও কাছ থেকে একটা বড় ইনিংস আশা করেছিলাম।’

সাকিব আজ উইকেট পাননি
ছবি: আইপিএল

তবে দলের সামর্থ্যে আস্থা রাখছেন হাবিবুল। সামর্থ্যটা মূল পর্বে পারফরম্যান্সে রূপ নেবে, এমন আশা এই নির্বাচকের, ‘বিশ্বকাপে খুব গুরুত্বপূর্ণ হয়, সবাইকে ফর্মে পাওয়া। এমন হয় যে এখানে এসে ফর্ম হারিয়ে ফেলেন। তখনই সমস্যা হয়। চোট একটা দুশ্চিন্তা। প্রথম পর্বে তেমন বিরতি থাকবে না। এক দিন বিরতি দিয়ে তিনটি ম্যাচ খেলতে হবে। পরের পর্বে গেলে হয়তো বিরতি পাব। তবে বিশ্বকাপ মানেই চাপ। দলগুলো প্রস্তুতি নিয়ে আসে, সবাই ভালো করতেই আসে। এখানে গুরুত্বপূর্ণ হলো ভুলটা কম করা। অন্যদের সুযোগ না দেওয়া।’

সাকিবের বলে সুযোগ হাতছাড়া করেছেন কলকাতা উইকেটরক্ষক
ছবি: আইপিএল

সুযোগ দিলে যে কী হতে পারে, সেটি বাংলাদেশ টের পেয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের প্রস্তুতি ম্যাচে। সে শিক্ষাটাই মূল পর্বে কাজে লাগাবে বাংলাদেশ দল, হাবিবুলের এমনই আশা। ‘আমি আত্মবিশ্বাসী। দেশের মাটিতে এর আগে ভালো খেলে এসেছি। দলটাও আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচ। সেটা দিয়ে বিচার করতে চাচ্ছি না, ভাবনারও খুব বেশি কিছু নেই। বিশ্বকাপে কিসের মুখোমুখি করতে যাচ্ছি, সে সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আমাদের কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা প্রস্তুত। মূল পর্বে যখন খেলব, আমরা সেরা পারফরম্যান্সটাই দিতে পারব’—বলেছেন হাবিবুল।