আইপিএল ছেড়ে হাসারাঙ্গাদের শ্রীলঙ্কার পাশে চান রানাতুঙ্গা
চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটে জেরবার দক্ষিণ এশিয়ার দেশটি। এই সময়ে কিসের খেলা, কিসের ক্রিকেট—শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আইপিএলে খেলা তাঁর দেশের খেলোয়াড়দের উদ্দেশে যা বলেছেন, তার মানে এটাই দাঁড়ায়। দেশটির সাবেক মন্ত্রী রানাতুঙ্গা ওয়ানন্দি হাসারাঙ্গা–দুষ্মন্ত চামিরাদের একটি আহ্বান জানিছেন—আইপিএল না খেলে দেশে ফিরে এসে দেশের মানুষের পাশে যেন দাঁড়ান তাঁরা।
শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক রানাতুঙ্গা এএনআইকে বলেছেন, ‘আমি জানি না (আইপিএলে শ্রীলঙ্কার কতজন খেলছে)। কিন্তু কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলছে। তারা নিজেদের দেশ নিয়ে কোনো কথা বলছে না। দুর্ভাগ্যজনকভাবে, মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। এই ক্রিকেটাররা (ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে) ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করছে। তারা নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে।’ রানাতুঙ্গা এরপর যোগ করেন, ‘এরপরও তরুণ ক্রিকেটারদের মতো তাদের এগিয়ে আসতে হবে। (সরকারের বিরুদ্ধে) প্রতিবাদে তাদেরও কথা বলতে হবে।’
রানাতুঙ্গা দেশে থাকলেও সরকারের বিরুদ্ধে কোনোরকমের প্রতিবাদে অংশ নেননি। কেন তিনি অংশ নেননি, এই প্রশ্নের উত্তরে একটা ব্যাখ্যাও দিয়েছেন রানাতুঙ্গা, ‘যখন কোনো কিছু ভুল পথে যাবে, এর বিরুদ্ধে কথা বলার মতো সাহস থাকতে হবে আপনার। মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি কেন প্রতিবাদে অংশ নিচ্ছি না। এটা এ কারণেই যে আমি ১৯ বছর ধরে রাজনীতিতে আছি এবং এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। কোনো রাজনৈতিক দল বা রাজনীতিক এই প্রতিবাদে অংশ নেননি। এটা দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা।’
হাসারাঙ্গাদের প্রতিবাদে অংশ নেওয়ার ব্যাপারে রানাতুঙ্গা বলেছেন, ‘আমি নিশ্চিত আইপিএলে কারা খেলছে, তা আপনারা জানেন। আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু আমি চাই তারা এক সপ্তাহের জন্য খেলা ছেড়ে প্রতিবাদে সমর্থন জুগিয়ে যাক।’
এবারের আইপিএলে শ্রীলঙ্কার খেলোয়াড় আছেন পাঁচজন—হাসারাঙ্গা, চামিরা, মহিশ তিকসানা, চামিকা করুনারত্নে ও ভানুকা রাজাপক্ষে। সরকারবিরোধী আন্দোলনের শুরুর দিকে এ বিষয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন হাসারাঙ্গা ও রাজাপক্ষে।