অস্ত্রোপচার লাগছেই মুমিনুলের
ডান হাতের বুড়ো আঙুলের চোটে পড়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। কাল নিশ্চিত হয়েছে, আঙুলে অস্ত্রোপচার করতেই হচ্ছে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে। তবে চোটের যে ধরন, চিকিৎসকদের আশা, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে সমস্যা হবে না মুমিনুলের।
দুদিন আগে খুলনার বিপক্ষে ম্যাচে পাওয়া চোট থেকে সেরে উঠতে মুমিনুলের অস্ত্রোপচার লাগবে, কি লাগবে না—এটি নিয়ে কিছুটা দ্বিধা ছিল।
কাল একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর নিশ্চিত হয়েছে, আঙুলের চিড় সারাতে দ্রুত শল্যবিদের ছুরির নিচে যেতেই হচ্ছে মুমিনুলকে। তবে তাঁর অস্ত্রোপচারটা কোথায় করা হবে, সে সিদ্ধান্ত কাল হয়নি বলে জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘তাঁর অস্ত্রোপচার একটা লাগবে। কখন, কীভাবে, কোথায় হবে সেটি আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। ওয়েস্ট ইন্ডিজ পর্যবেক্ষক দল নিয়ে ব্যস্ত থাকায় এখনো (কাল) আমাদের এটি নিয়ে বসা হয়নি।’
অস্ত্রোপচার লাগলেও জানুয়ারির তৃতীয় সপ্তাহে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে পাওয়া যাবে বলেই আশা দেবাশীষের, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর পাওয়া না পাওয়া নিয়ে এখনই বলার সুযোগ নেই। চার-ছয় সপ্তাহ যদি লাগেও, তবুও তো সে খেলতে পারবে।’