২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ পাকিস্তানের হাসনাইন

অ্যাকশন অবৈধ হাসনাইনেরছবি: এএফপি

ক্ষণিকের আবির্ভাব, তাতে সবাইকে স্তব্ধ করে আবার মিলিয়ে যাওয়া। এবারের বিগব্যাশে সিডনি থান্ডারের হয়ে মোহাম্মদ হাসনাইনের সময়টা ছিল বজ্রপাতের মতোই। অভিষেকে প্রথম ওভার ছিল মেডেন, সে সঙ্গে ৪ বলের মধ্যে ৩ উইকেটও তুলে নিয়েছিলেন সে ওভারে। তাঁর ওই ওভারেই পথ হারিয়ে হেরেছে অ্যাডিলেড স্ট্রাইকার। ৫ ম্যাচে ৭ উইকেট আর গতির ঝড়ে বেশ আলো কেড়েছেন হাসনাইন।

কিন্তু বিগব্যাশেই এক খবর বজ্রপাত হয়ে এসেছে পাকিস্তানি ফাস্ট বোলারের ক্যারিয়ারে। অস্ট্রেলিয়াতেই প্রথম ২১ বছর বয়সীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।
বিগব্যাশে প্রশ্ন ওঠায় অস্ট্রেলিয়াতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফেরায় তাঁকে লাহোরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। নিয়মানুযায়ী খেলতে বাধা না থাকায় এর আগেই পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিন ম্যাচ খেলেছেন হাসনাইন।

লাহোরের ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক ল্যাবে গত মাসেই পরীক্ষা দিয়েছিলেন হাসনাইন। পরীক্ষায় হাসনাইনের প্রতি ১১ বলের ১০টিতেই সমস্যা পাওয়া গেছে। বোলিং অ্যাকশনে সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাহুর সম্প্রসারণ মেনে নেওয়া হয়। কিন্তু হাসনাইনের ১০টি বলের ক্ষেত্রেই এটা ১৭ থেকে ২৪ ডিগ্রি পাওয়া গেছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিং করতে পারবেন না হাসনাইন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে মোহাম্মদ হাসনাইনের পরীক্ষার আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ ফল পেয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর গুড লেংথ, ফুল লেংথ, স্লো বাউন্সার ও বাউন্সারের ক্ষেত্রে বাহুর সম্প্রসারণ ১৫ ডিগ্রি সীমা অতিক্রম করছে। পিসিবি নিজেদের বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে এবং তাঁরা আশাবাদী, এ সমস্যার সমাধান করা সম্ভব। পিসিবি এখন হাসনাইনের সঙ্গে কাজ করার জন্য একজন বোলিং পরামর্শক নিয়োগ করবে, যাতে সে দ্রুত নিজের অ্যাকশনের ভুল শুধরে নিতে পারে এবং নতুন করে পরীক্ষা করতে পারে।’

হাসনাইনের অধিকাংশ বলেই বাহুর সম্প্রসারণ ১৭ থেকে ২৪ ডিগ্রি পাওয়া গেছে
ছবি: টুইটার

আইসিসির নিয়মানুযায়ী পাকিস্তান চাইলে ঘরোয়া ক্রিকেটে হাসনাইনকে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু বোর্ড সে পথে হাঁটেনি, ‘মোহাম্মদ হাসনাইন পাকিস্তানের সম্পদ ও অল্প কয়েকজনের একজন, যাঁরা ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে জানেন। এ কারণেই তাঁর ভবিষ্যৎ ও পাকিস্তানের ভালোর কথা চিন্তা করে ২০২২ পিএসএলের কারিগরি কমিটির পরামর্শে তাঁকে এবারের পাকিস্তান সুপার লিগে আর না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

২১ বছর বয়সী হাসনাইনের আবির্ভাব ২০১৯ সালে। ওয়ানডে বিশ্বকাপে খেলা এই তরুণ ৮টি ওয়ানডে খেলেছেন। ১৮ টি-টোয়েন্টিতে ১৭ উইকেট পাওয়া এই ফাস্ট বোলার ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন।