২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অবসরের চিন্তা মরগানের

অবসরের কথা ভাবছেন মরগানছবি: রয়টার্স

কিছুদিন আগে একটা রেকর্ড গড়েছেন এউইন মরগান। তাঁর দল যখন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বরেকর্ড ভাঙাগড়ার নেশায় মেতেছিল, এর মধ্যে ব্যাট হাতে আশ্চর্য নিশ্চুপ ইংল্যান্ডের একদিনের ক্রিকেটের অধিনায়ক। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ খেলেছেন। তৃতীয় ম্যাচে নামা হয়নি চোট সমস্যায়। প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। তাই ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বিজয়ী অধিনায়ক হিসেবে শূন্য রান নিয়ে সিরিজ শেষ করেছেন মরগান।

এখন শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের কথা ভাবছেন আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মরগান।

আরও পড়ুন
নেদারল্যান্ডসে টানা দুই শূন্য পেয়েছেন মরগান
ছবি: রয়টার্স

ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের স্বাদ পেয়েছে মরগানের অধিনায়কত্বেই। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর থেকেই মরগানের ফর্ম ঠিক মরগান-সুলভ নয়। ফর্ম হারিয়ে ফেলায় এবার আইপিএলে দলও পাননি। সে সঙ্গে চোটও ভোগাচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আসলেই তাঁর কুঁচকিতে সমস্যা ছিল কি না, এ নিয়ে সন্দেহ ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর। দ্য গার্ডিয়ান বলছে, তাদের বিভিন্ন সূত্র জানিয়েছে, অবসরের চিন্তা–ভাবনা করছেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে বদলে দেওয়া এই অধিনায়ক।

মরগানের সাম্প্রতিক চোট নিয়ে প্রশ্ন উঠেছে অন্য কারণে। গত সপ্তাহে চোটের কারণে শেষ ম্যাচ খেলেননি মরগান। কিন্তু এই শনিবার একটি করপোরেট ম্যাচে ঠিকই খেলেছেন। কুঁচকির চোট থেকে এত দ্রুত সেরে ওঠা সম্ভব কি না—এমন আলোচনা শুরু হওয়ায় মঙ্গলবারে যে দাতব্য ম্যাচে খেলার কথা ছিল, সেখান থেকে অবশ্য সরে দাঁড়িয়েছেন মরগান।

আরও পড়ুন
অধিনায়ক হিসেবে এখনো অপ্রতিরোধ্য মরগান
ছবি: রয়টার্স

মরগান অবসর নিলেও সেটা দুই সংস্করণ নাকি শুধু ওয়ানডে থেকে, এ নিয়েও কৌতূহল আছে। কারণ, এই বছরই অস্ট্রেলিয়ার মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর আবার ভারতে ওয়ানডে বিশ্বকাপও আছে। মরগান অবসর নিলে অধিনায়কত্ব বুঝে নেওয়ার মতো লোক হাতের কাছেই আছে ইংল্যান্ডের। ২০১৫ সাল থেকে দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছেন জস বাটলার। এরই মধ্যে ১৩ বার দলকে নেতৃত্ব দিয়েছেন।

ছয় মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দলের নিয়মিত অধিনায়কের বিদায় নেওয়া দলের মধ্যে প্রভাব ফেলতে পারে। যদিও ব্যাটিংয়ে মরগানের জায়গা নেওয়ার মতো বিকল্প ব্যাটসম্যান এখন ইংল্যান্ডে প্রচুর। ফর্মও একেবারেই কথা বলছে না মরগানের হয়ে।

আরও পড়ুন
ফর্ম ভালো যাচ্ছে না মরগানের
ছবি: রয়টার্স

দুই সংস্করণ মিলিয়ে সর্বশেষ ২৮ ম্যাচে মাত্র দুটি অর্ধশতক মরগানের। তবে ইংলিশ অধিনায়ক সম্ভবত চোটের কারণেই বিদায় নেওয়ার কথা ভাবছেন। নেদারল্যান্ডস সফরের আগেই স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমার যদি মনে হয় আমি যথেষ্ট ভালো নই এবং দলে স্বস্তি পাচ্ছি না, তাহলে আমি বিদায় বলে দেব।’

ইংল্যান্ডের হয়ে ২২৫ ওয়ানডেতে ১৩টি শতকসহ ৬৯৫৭ রান মরগানের। ১১৫ টি-টোয়েন্টিতে করেছেন ২৪৫৮ রান। ১৬টি টেস্টও খেলেছেন ইংল্যান্ডের হয়ে, করেছেন দুটি শতক। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ভারতের বিপক্ষেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে ইংল্যান্ডের। সে সিরিজে থাকবেন তো মরগান?

আরও পড়ুন