অধিনায়ক মাশরাফিকে সাকিবের স্যালুট

মাশরাফি ও সাকিব। ছবি : এএফপি
মাশরাফি ও সাকিব। ছবি : এএফপি
>

শেষ হচ্ছে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের অধ্যায়। বিদায়বেলায় ‘ক্যাপ্টেন মাশরাফি’কে শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান

জুয়াড়ির প্রস্তাবের কথা আইসিসিকে না জানিয়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ (আরও এক বছর স্থগিত নিষেধাজ্ঞা আছে) সাকিব আল হাসান অনেকটাই সংবাদমাধ্যমের আড়ালে থাকছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরতে এখনো ৮ মাস বাকি তাঁর। সাকিবের অনুপস্থিতিতেই ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায় নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। খেলার মাঠে অধিনায়ককে বিদায় দেওয়ার সুযোগ যেহেতু পাচ্ছেন না, মাশরাফির প্রতি শ্রদ্ধা প্রকাশ করার মাধ্যম হিসেবে সাকিব বেছে নিয়েছেন ফেসবুককে।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাশরাফির একটা ছবি পোস্ট করে সাকিব লিখেছেন অধিনায়ক মাশরাফির লড়াকু মানসিকতার কথা, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ জুগিয়েছেন আমাদের।’

সকল প্রতিবন্ধকতা জয় করে কীভাবে নিজের সামর্থ্যের ওপর ভরসা করে উন্নতির শিখরে ওঠা যায়, সাকিবরা সেটা শিখেছেন এই মাশরাফির কাছ থেকেই, '(আপনি) শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সঙ্গে দেশের জার্সি পরে কীভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাব সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলব না কখনোই।'

অধিনায়ক মাশরাফির বিদায় হলেও, ‘মাশরাফি ভাই' যে সারা জীবন সাকিবদের পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা করেছেন সাকিব, 'বিনয় আর সম্মানের সঙ্গে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় “মাশরাফি ভাই” হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’

অধিনায়কত্ব ছেড়ে দিলেও অবসর নিচ্ছেন না মাশরাফি। দলের অংশ হয়ে থাকার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন তিনি।