অধিনায়ক ছাড়াই অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

বাংলাদেশের সর্বশেষ অনূর্ধ্ব–১৯ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন কয়েক ক্রিকেটারছবি: সংগৃহীত

তিন দলের সিরিজ খেলতে কাল ভারত সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতার ইডেন গার্ডেনে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

আজ ভারত সফরের জন্য ১৬ সদস্যের ঘোষণা করেছে বিসিবি। দলের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় আছে আরও পাঁচজন। কিন্তু দলের অধিনায়কত্ব কে করবেন, সেটি জানায়নি বিসিবি। বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে কাউকে অধিনায়ক বানানো হয়নি।

ভারতে পৌঁছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা তিন দিন কোয়ারেন্টিন করবে। এরপর তিন দিন অনুশীলন করে ২৯ নভেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মেহরব-আইচরা।

লিগ পর্বের বাকি তিনটি ম্যাচ হবে ১, ২ ও ৪ ডিসেম্বর। ৭ ডিসেম্বর হবে তিন দলের সিরিজের ফাইনাল ম্যাচ। সব ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেনে।

ভারত সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরজ, মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম, মোহাম্মদ ফাহিম।
স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম।