ব্রুক-মার্করামরা ব্যর্থ, ক্রুনালের অলরাউন্ড পারফরম্যান্সে জয় লক্ষ্ণৌর

৩ উইকেট নিয়েছেন ক্রুনালছবি: টুইটার

বল হাতে ৩ উইকেট আর ব্যাট হাতে ৩৪ রান—ক্রুনাল পান্ডিয়ার এমন অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আজ লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে বোলিং সহায়ক কন্ডিশনে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১২২ রানের লক্ষ্যে লোকেশ রাহুলের দল টপকে গেছে ৫ উইকেট আর ২৪ বল হাতে রেখে। এই নিয়ে টানা দুই ম্যাচে হারল হায়দরাবাদ।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে রাহুল ও কাইল মায়ার্স। দুজনে গড়েন ২৭ বলে ৩৫ রানের জুটি। প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক দলের সঙ্গে থাকলেও এদিন ছন্দে থাকা মায়ার্সের কারণে একাদশে সুযোগ পাননি।

ক্যারিবিয়ান অলরাউন্ডার মায়ার্স যদিও আজকে ইনিংসটা বড় করতে পারেননি। হায়দরাবাদের ইমপ্যাক্ট ক্রিকেটার ফজলহক ফারুকীর বলে ১৪ বলে ১৩ রান করে আউট হয়েছেন।

আরও পড়ুন

তিন নম্বরে ক্রিজে আসা দীপক হুদাকে আউট করেছেন ভুবনেশ্বর কুমার। এরপরও পাওয়ার প্লেতে ৪৫ রান তোলে রাহুলের দল। ক্রুনাল ও অধিনায়ক রাহুলের ৩৮ বলে ৫৫ রানের জুটি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে। ক্রুনাল ও রাহুল এরপর আউট হলেও জয় পেতে লক্ষ্ণৌর কোনো সমস্যা হয়নি। রাহুল করেছেন ৩৫ রান।

৫৫ রানের জুটি গড়েন ক্রুনাল ও অধিনায়ক রাহুল
ছবি: টু্‌ইটার

এর আগে আবদুল সামাদের ১০ বলে ২১ রানের ইনিংসে কিছুটা লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে ব্যাট করে ১২১ রান করে এইডেন মার্করামের দল। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা। দলীয় ২১ রানে মায়াঙ্ক আগরওয়ালকে ফেরান ক্রুনাল পান্ডিয়া। এরপর আরেক ওপেনার অনমোলপ্রীত সিং ও অধিনায়ক মার্করামকেও আউট করেন এই বাঁহাতি।

আরও পড়ুন

আইপিএলে টানা দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন হ্যারি ব্রুক। দুই ম্যাচেই ফিরেছেন লেগ স্পিনারদের বলে। প্রথম ম্যাচে যুজবেন্দ্র চাহালের ফ্লিপারে কাট করতে গিয়ে ২১ বলে ১৩ রান করে ফিরেছিলেন। আজ আউট হয়েছেন রবি বিষ্ণোইর রং-ওয়ান ডেলিভারিতে।

এরপর ওয়াশিংটন সুন্দর ও রাহুল ত্রিপাঠি জুটি গড়ার চেষ্টা করলেও রানের গতিটা বাড়াতে পারেননি। দুজন মিলে গড়েন ৫০ বলে ৩৯ রানের জুটি। ইনিংসের শেষ ওভারে জয়দেব উনাদকাটের বলে সামাদ ২ ছক্কা মারাতেই হায়দরাবাদের রানটা ১২১ হয়েছে।

ক্রুনাল নেন ৩ উইকেট, অমিত মিশ্রের উইকেট ২টি। আইপিএলে মিশ্রর উইকেট এখন ১৬৮টি। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এই লেগ স্পিনারের অবস্থান চতুর্থ।

আরও পড়ুন