মাঝপথে এলপিএল ছেড়ে দেশে ফিরলেন শরীফুল

বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলামছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লঙ্কা প্রিমিয়ার লিগের প্লে অফ না খেলেই গতকাল দেশে ফিরেছেন শরীফুল ইসলাম। জানা গেছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে ফিরে এসেছেন এই বাঁহাতি পেসার। শরীফুল ক্যান্ডি ফ্যালকনসের হয়ে লিগ পর্বের ৫টি ম্যাচ খেলেছেন। বল করেছেন ৪ ম্যাচে, উইকেট নিয়েছেন ৪টি।

আজ রাতে শরীফুলের দল ক্যান্ডি এলপিএলের এলিমিনেটর ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবে। কলম্বোর হয়ে এলপিএল খেলছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদও। প্লে অফে জায়গা করে নেওয়া অন্য দুই দল গল মার্ভেলস ও জাফনা কিংস।

এলপিএলে থাকা অবস্থায়ই শরীফুল কানাডার টি-টোয়েন্টি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য ভিসা কার্যক্রম সম্পন্ন করেছেন। সব ঠিক থাকলে ২৩ জুলাই তিনি কানাডার বিমান ধরবেন। টুর্নামেন্ট শুরু ২৫ জুলাই থেকে। ২৩ বছর বয়সী এই পেসার বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে খেলবেন।

শরীফুল ইসলাম
ক্যান্ডি ফ্যালকনস

একই দলে খেলবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানও। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি লিগ মেজর লিগ টি-টোয়েন্টিতে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন।

কানাডার লিগে খেলবেন বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিনও। রিশাদের দল মন্ট্রিয়েল টাইগার্স, সাইফউদ্দিন খেলবেন টরেন্টো ন্যাশনালস দলে। দুজনেরই এটি দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ।