দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে আইপিএলে খেলবেন না হ্যারি ব্রুক
গত মাসে দাদি পলিনকে হারিয়েছেন হ্যারি ব্রুক। পরিবার সে শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। পরিবারের পাশে থাকতে তাই এবার আইপিএলে খেলবেন না ব্রুক। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএল খেলার কথা ছিল ব্রুকের। ২৫ বছর বয়সী ইংল্যান্ডের এ ব্যাটসম্যানকে গত ডিসেম্বরে ৩ লাখ ৮০ হাজার পাউন্ডে (৪ কোটি রুপি) কিনেছিল দিল্লি।
বিবৃতিতে ব্রুক বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে এবারের আইপিএলে না খেলার খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম। আমার মনে হয় না, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্যক্তিগত কারণগুলো বলতে হবে। আমি জানি অনেকেই জানতে চাইবে কেন এ সিদ্ধান্ত নিলাম। তাই এটা জানাতে চাই।’
ব্রুক তাঁর বিবৃতিতে এরপর বলেছেন, ‘গত মাসে দাদিকে হারিয়েছি—তিনি ছিলেন আমার কাছে পাহাড়প্রতিম মানুষ এবং শৈশবের একটা বড় অংশ তাঁর বাসায় কাটিয়েছি। জীবন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা—এগুলো তিনি এবং আমার প্রয়াত দাদা গড়ে দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে আমার ক্রিকেট খেলাটা তিনি দেখে যেতে পেরেছেন, এটা ভেবে খুব আনন্দ লাগে। আমি গর্বিত যে গত কয়েক বছরে কিছু পুরস্কার জিতেছি, যেগুলো আমার অনুপস্থিতিতে তিনি গ্রহণ করেছেন এবং কাজটা যে তিনি আনন্দের সঙ্গেই করেছেন, সেটাও জানি।’
ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে আরব আমিরাতে ইংল্যান্ডের প্রাক্–সফর ক্যাম্পে ছিলেন ব্রুক। কিন্তু সেখান থেকে আর দলের সঙ্গে ভারতে যাননি। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ টেস্টের সিরিজেও খেলেননি ব্রুক।
এ নিয়ে ব্রুক বলেছেন, ‘আবুধাবি থেকে ভারতে উড়াল দেওয়ার আগের রাতে আমি সফরটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, প্রথমবারের মতো জেনেছিলাম আমার দাদি অসুস্থ এবং বেশি সময় নেই তাঁর হাতে। এখন তিনি চলে গেছেন এবং আমরাও শোকটা কাটিয়ে উঠতে পারিনি, তাই সবার পাশে থাকা প্রয়োজন। গত কয়েক বছরে আমার কাছে নিজের এবং পরিবারের ভালো থাকাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সত্যি বলতে, আমার কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমার এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হলেও এটা জানি নিজের কাছে সিদ্ধান্তটি ঠিক।’
ব্রুক বিবৃতির শেষে বলেছেন, ‘ইসিবি এবং দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে যে সমর্থন আমি পেয়েছি, সে জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। পরদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি। এর ১০ দিন আগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানালেন ব্রুক। তবে তাঁর বদলি হিসেবে দিল্লি কাউকে নেবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত বছর প্রথমবারের মতো আইপিএলে খেলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচে ১২৩.৩৭ স্ট্রাইকরেটে ১৯০ রান করেছিলেন ব্রুক।