টানা তৃতীয় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে এগিয়ে দিলেন ব্রুক

পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন হ্যারি ব্রুকএএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভাল টেস্ট দিয়ে অভিষেক গত সেপ্টেম্বরে। ওই এক টেস্টের অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানে পা রেখেছিলেন হ্যারি ব্রুক। কিন্তু ২৩ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান যেন নিজের উঠান খুঁজে পেয়েছেন পাকিস্তানে।

রাওয়ালপিন্ডি আর মুলতানের পর এবার সেঞ্চুরি করেছেন করাচিতেও। আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্রুকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছে পাকিস্তান।

প্রথম দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩০৪ রানে গুটিয়ে যাওয়ার পর ৭ রান তুলতেই ১ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনের প্রথম সেশনে চলে যায় আরও ৩ উইকেট।

৪ উইকেট নেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী
এএফপি

মধ্যাহ্নবিরতির পর অধিনায়ক বেন স্টোকসও ফিরে গেলে ১৪৫ রানে ৫ উইকেট নিয়ে বিপাকে পড়ে যায় সফরকারীরা। সেখান থেকেই বেন ফোকসকে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন পাঁচে নামা ব্রুকস। চা-বিরতির আগে আবরার আহমেদকে চার মেরে তুলে নেন সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১৫৩ এবং মুলতান টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি।

চতুর্থ টেস্টে তৃতীয় সেঞ্চুরিটা অবশ্য তৃতীয় সেশনে আর বেশি দূর টেনে নিতে পারেননি। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের প্রথম টেস্ট উইকেট হিসেবে এলবিডব্লু হওয়ার আগে করে যান ১৫০ বলে ১১১ রান।

ব্রুকস ফেরার পর ফোকসের ব্যাটে পাকিস্তানের রান ছাড়িয়ে যায় ইংল্যান্ড। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৪ রান করেন ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৫৪ রানে।

আরও পড়ুন

পাকিস্তানের পক্ষে ৪টি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার নোমান আলী ও লেগ স্পিনার আবরার।