হারের পর জরিমানাও গুনছে ওয়েস্ট ইন্ডিজ
‘খুবই হতাশাজনক’—জিম্বাবুয়ের কাছে হারের পর এই ছিল ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির প্রথম প্রতিক্রিয়া। এবার হতাশাজনক ম্যাচ থেকে আরও এক ‘যন্ত্রণাদায়ক’ খবর পেল ক্যারিবীয়রা। বোলিংয়ে মন্থরগতির কারণে ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আইসিসি।
আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে তাদের। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা দিতে হবে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি মুহাম্মদ জাভেদ ওয়েস্ট ইন্ডিজ দলের ওপর জরিমানা আরোপ করেন। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
যে ম্যাচে মন্থর বোলিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজের জরিমানা হয়েছে, সেটি ছিল শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান। সিকান্দার রাজা ও রায়ান বার্লের দুই ফিফটিতে ভর করে ৪৯.৫ ওভারে ২৬৮ রান তোলে জিম্বাবুয়ে। রান তাড়ায় ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এ ম্যাচে হেরে যাওয়ায় সুপার সিক্সে জিম্বাবুয়ের চেয়ে কমপক্ষে দুই পয়েন্ট কম থাকবে ক্যারিবীয়দের। সুপার সিক্স পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেবে।
এরই মধ্যে আয়োজক ভারতসহ আইসিসি ওয়ানডে সুপার লিগ পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।