২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘দেখার জন্যই’ দলে নেওয়া তৌহিদ হৃদয়কে

তৌহিদ হৃদয় বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেনছবি: প্রথম আলো

হাই পারফরম্যান্স দলে অনেক দিনের পরিচিত মুখ তৌহিদ হৃদয়। ‘এ’ দলের হয়েও ভালো খেলছেন তিনি। এবারের বিপিএলেও অসাধারণ ব্যাট করেছেন। ১৩ ম্যাচে ৩৬.৬৩ গড়ে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তৌহিদ হৃদয়। ব্যাট করেছেন ১৪০ স্ট্রাইক রেটে। ফিফটি আছে ৫টি, সর্বোচ্চ রানের ইনিংসটা অপরাজিত ৮৫।

সব মিলিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে তৌহিদ হৃদয়ের। ভালো সময়টা আরও রঙিন হয়েছে গতকাল ঘোষণা করা ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ডাক পাওয়ায়। কিন্তু তৌহিদ হৃদয় ওয়ানডে দলে ডাক পাওয়ার পর একটি প্রশ্ন উঠেছে—টি–টোয়েন্টি ভালো করার পুরস্কার হিসেবেই কি ওয়ানডে দলে ডাক পেলেন এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান?

আরও পড়ুন
বিপিএলে টানা তিন ম্যাচে ফিফটি পেয়েছেন তৌহিদ হৃদয়
ছবি: প্রথম আলো

বাংলাদেশের প্রধান নির্বাচক তৌহিদ হৃদয়কে দলে নেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যা দিলেন, এর মর্মার্থ একটাই—এমনিতে এইচপি আর ‘এ’ দল আর ঘরোয়ায় ভালো খেলা এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে পারেন কি না, সেটা দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।

একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওকে দলে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা করেই ওকে আমরা নিয়েছি। অধিনায়কও ছিল, কোচের সঙ্গেও কথা হয়েছে। আমাদের যারা পুলভুক্ত খেলোয়াড় আছে, সিরিজ বাই সিরিজ তাদের প্রায় সবাইকে দেখা হবে।
মিনহাজুল আবেদীন, বাংলাদেশের প্রধান নির্বাচক

মিনহাজুল বলেছেন, ‘এক বছরের জন্য আমাদের ২২ জনের একটা পুল করা হয়েছে। এই পুলের মধ্যে সবাই আছে, যারা আসা-যাওয়ার মাঝে আছে। সবাইকে নিয়েই দেখা হচ্ছে। একটা সিস্টেমের মাঝে রাখা হয়েছে, যাতে করে যাকে যখন প্রয়োজন, তাকে যেন ব্যবহার করা যায়।’

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন
ফাইল ছবি

মিনহাজুল এরপর যোগ করেন, ‘তৌহিদ হৃদয় তিন বছর ধরে আমাদের এইচপি দলের সঙ্গে আছে, মিডল অর্ডারে। আমরা ওকে ওভাবেই পরিচর্যা করেছি। একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওকে দলে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা করেই ওকে আমরা নিয়েছি। অধিনায়কও ছিল, কোচের সঙ্গেও কথা হয়েছে। আমাদের যারা পুলভুক্ত খেলোয়াড় আছে, সিরিজ বাই সিরিজ তাদের প্রায় সবাইকে দেখা হবে।’

তৌহিদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবেন বলেই বিশ্বাস মিনহাজুলের, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু ‘এ’ দলে খেলেছে। তারপরও আমাদের নির্বাচক ও কোচিং প্যানেল ওর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। যেহেতু মিডল অর্ডারে আমরা একজন খেলোয়াড় চাচ্ছি, যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে পারে। আমাদের তো খেলোয়াড় তৈরি করতে হবে। যেহেতু এইচপিতে যথেষ্ট ভালো খেলেছে, ‘এ’ দলেও ভালো খেলেছে। আশা করছি যে এখানেও নিজেকে মানিয়ে নিতে পারবে।’

আরও পড়ুন