ঘুম থেকে উঠে শোনেন আইপিএলে দল পেয়েছেন, ভেবেছিলেন ‘রসিকতা’
দল পাবেন, এমন আশা তাঁরও ছিল না। ছিল না কোনো নিশ্চয়তাও। শেষ মুহূর্তে এমনিতেই আইপিএলের নিলামে নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন নিউজিল্যান্ডের হয়ে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বেভন জ্যাকবস।
জ্যাকবস না চাইলে কী হবে, ভাগ্য তাঁকে ডেকে নিয়েছে ২০২৫ সালের আইপিএলে। সৌদি আরবের জেদ্দায় গত পরশু মেগা নিলামের শেষ দিনে তাঁর নাম উঠেছে এবং ভিত্তিমূল্যে জ্যাকবসকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
জ্যাকবসকে যে আইপিএলের কোনো দল কিনে নিয়েছে, এটা তাঁর নিজের কাছেই এসেছে বিস্ময় হয়ে। তাই তো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব তাঁকে যখন ফোন করে বা মুঠোফোনে বার্তা দিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন, জ্যাকবস ভেবেছিলেন সবাই মিলে তাঁর সঙ্গে মজা করছেন!
কিউই অলরাউন্ডারকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে কিনেছে মুম্বাই। যে সময় তাঁকে মুম্বাই কিনে নিয়েছে, জ্যাকবস তখন ঘুমাচ্ছিলেন। খুব সকালে ঘুম থেকে উঠে অনুশীলনে যাওয়ার আগে পরিবারের সদস্যদের ফোন পেয়ে জানতে পারেন, আইপিএলে দল পেয়েছেন।
জ্যাকবস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা কিছুটা হলেও বিস্ময়। আমি সকালে ফোনের অবিরাম শব্দে জেগে উঠি। এটা আনন্দময় এক বিস্ময়। আমি খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই সুযোগ পেয়ে কৃতজ্ঞ...আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। কারণ, নিলাম ভোর পর্যন্ত চলার কথা।’
জ্যাকবস এরপর যোগ করেন, ‘আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি। এর মধ্যে পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল। আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে।’
মুম্বাই দলে জ্যাকবস সতীর্থ হিসেবে পাবেন তাঁর স্বদেশি ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারকে।