ওয়ার্নারকে গ্রেটদের কাতারে দেখেন না অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ

টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন ডেভিড ওয়ার্নারএএফপি

টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে খেলা সিডনি টেস্টটাই হয়ে থাকছে অস্ট্রেলিয়ার ওপেনারের শেষ ম্যাচ। তার আগে ওয়ানডেকেও বিদায় বলেছেন ওয়ার্নার। আহমেদাবাদের বিশ্বকাপ ট্রফি হাতে তোলাই এই সংস্করণে তাঁর শেষ স্মৃতি। বাকি আছে শুধু টি-টোয়েন্টি। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন ওয়ার্নার।

দলীয় ও ব্যক্তিগত সাফল্যে ঝলমল এক ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সেই ওয়ার্নারের নাম অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাস ভালোভাবেই মনে রাখবে। ক্রিকেট–বিশ্ব তাঁকে মনে রাখবে বিস্ফোরক ব্যাটিং, মাঠ ও মাঠের বাইরের নানা আচরণ এবং অবশ্যই স্যান্ডপেপার-কাণ্ডের জন্য। টেস্টে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার। দেশটির ক্রিকেট ইতিহাসে ওপরের দিকেই থাকবে তাঁর নাম। তাঁকে গ্রেটদের পাশেও রাখছেন অনেকে। তবে ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়া সাবেক কোচ জন বুকাননের মূল্যায়ন একটু ভিন্ন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার এসইএন রেডিওর এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতানো কোচকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ার্নার অস্ট্রেলীয় ক্রিকেটে গ্রেটদের তালিকায় জায়গা পাবেন কি না? চার শব্দের একটি বাক্যেই উত্তরটা দিয়েছেন বুকানন, ‘আমার মনে হয় না।’

জুন বুকানন যখন অস্ট্রেলিয়ার কোচ
এএফপি

বুকাননের কথার গুরুত্ব আছে বৈকি। ১৯৯৯ বিশ্বকাপের পর থেকে ২০০৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ ছিলেন বুকানন। এই সময়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। জিতেছে একটি চ্যাম্পিয়নস ট্রফিও। স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলগ্রিস্টদের মতো মহাতারকারা ছিলেন বুকাননের শিষ্য।

আরও পড়ুন
আমার চোখে তারাই গ্রেট, যারা এমন কিছু করেছে, যা অন্যদের পক্ষে করা সম্ভব নয়। এভাবে ভাবলে আপনা–আপনিই ব্র্যাডম্যান, ম্যাকগ্রা ও ওয়ার্নের নাম চলে আসে। আমার কাছে ওরাই গ্রেট।
জন বুকানন, অস্ট্রেলিয়ার সাবেক কোচ

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি দলের তত্ত্বাবধানে থাকা বুকানন পরে ব্যাখ্যা করেছেন কেন তিনি ওয়ার্নারকে গ্রেটদের তালিকায় দেখেন না সেটি। ব্যাখ্যার শুরুতে ওয়ার্নারের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন বুকানন, ‘আমি মনে করি, সে ক্যারিয়ারজুড়েই দারুণ খেলেছে। ৮ হাজারের বেশি রান, ১০০–এর বেশি টেস্ট, ১৬০-এর বেশি ওয়ানডে ও প্রায় ১০০ টি-টোয়েন্টি খেলেছে সে। সংস্করণভেদে অন্যদের সঙ্গে তুলনা করলে তার গড় ভালোই। আর খেলার ধরনের কারণেই তার স্ট্রাইক রেট অনেক বেশি।’

এরপর বুকানন ব্যাখ্যা করেছেন, কেন তিনি গ্রেটদের তালিকায় ওয়ার্নারকে দেখেন না, ‘শুধু যদি পারফরম্যান্সের বিচার করেন, তাহলে সে ওই উচ্চতায় আছে। কিন্তু আমার চোখে তারাই গ্রেট, যারা এমন কিছু করেছে, যা অন্যদের পক্ষে করা সম্ভব নয়। এভাবে ভাবলে আপনা–আপনিই ব্র্যাডম্যান, ম্যাকগ্রা ও ওয়ার্নের নাম চলে আসে। আমার কাছে ওরাই গ্রেট। অন্যরা কাছাকাছি আসবে, তবে একই ক্যাটাগরিতে পড়বে না। আর আমি ওয়ার্নারকে ওই ক্যাটাগরিতে দেখি না।’

আরও পড়ুন