২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘প্রভাব খাটিয়ে’ দুই ভাইকে দলে নেওয়া প্রসঙ্গে যা বললেন নাসিম শাহ

নাসিম শাহ (বাঁয়ে), হুনাইন শাহ (মাঝে) ও উবাইদ শাহপিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম মৌসুমের ড্রাফটে দুই পেসার হুনাইন শাহ ও উবাইদ শাহকে ‘ইমার্জিং’ বা উদীয়মান ক্যাটাগরিতে দলে টেনেছে ইসলামাবাদ ইউনাইটেড। এই দুই ক্রিকেটার তেমন পরিচিত নন, তবে এ দুজনের ভাই আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ পরিচিত। দুজনই পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহর ভাই। মজার ব্যাপার, নাসিমও ইসলামাবাদের খেলোয়াড়। অর্থাৎ, পিএসএলের আগামী মৌসুমে তিন ভাইকে দেখা যেতে পারে একই দলের হয়ে খেলতে।

গুঞ্জন উঠেছে, নাসিম প্রভাব খাটিয়ে নিজের দুই ভাইকে দলে টানতে ইসলামাবাদকে বাধ্য করেননি তো! তবে নাসিম নিজেই এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন

১৯ বছর বয়সী হুনাইন দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। ১৭ বছর বয়সী উবাইদ জুনিয়র লেভেল ক্রিকেটে আলো ছড়িয়েছেন এবং চলতি অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপেও দারুণ করছেন। পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের হয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ চতুর্থ ম্যাচটি খেলছেন উবাইদ। এ পর্যন্ত ১টি উইকেটও নিয়েছেন। জিও নিউজ জানিয়েছে, প্রথমবারের মতো পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দলে সতীর্থ হলেন তিন ভাই। মাঠে তাঁরা একসঙ্গে খেলার সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয়।

তবে প্রভাব খাটিয়ে দুই ভাইকে দলে টেনেছেন, এমন গুঞ্জন সম্ভবত নাসিমের কান পর্যন্তও পৌঁছেছে। এ কারণে লাহোরে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এ প্রসঙ্গে কথাও বলেছেন ২০ বছর বয়সী নাসিম, ‘আমি প্রধান নির্বাচক নই। তাই আমার পক্ষে দলে ভাইদের নেওয়ার সুযোগ নেই।’ নাসিমের যুক্তি, তাঁর দুই ভাই ‘কঠোর পরিশ্রম’ করে নিজেদের যোগ্যতাবলেই এ পর্যন্ত উঠে এসেছেন।

আরও পড়ুন

পিএসএলে এর আগে কোয়েটা গ্লাডিয়েটর্সে খেলেছেন নাসিম। এ মাসের শুরুতে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে ইসলামাবাদে যোগ দেন তিনি। যেহেতু তিনি নিজেই দলে ‘নতুন’, তাই এই ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে নতুন মৌসুমে ভালো করতে চান।

কাঁধের চোটের কারণে গত বিশ্বকাপে খেলতে পারেননি নাসিম। জানিয়েছেন, এমন চোট থেকে ফিরে ভালো করা কঠিন। আর ইসলামাবাদের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভালো, তবে বোলিং করা চ্যালেঞ্জ হবে।’

আরও পড়ুন