বাবরের আরেকটি বিশ্ব রেকর্ড কি আজ
আগের ম্যাচেই অধিনায়ক হিসেবে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন বাবর আজম। আজ পাকিস্তান অধিনায়ককে হাতছানি দিচ্ছে আরেকটি বিশ্ব রেকর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবরের সেঞ্চুরির সুবাদে ৩৮ রানে জিতেছিল পাকিস্তান, যা ছিল অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ৪২তম জয়। মহেন্দ্র সিং ধোনির অধীনে ৭২ ম্যাচে ৪১ টি-টোয়েন্টিতে জিতেছিল ভারত। বাবর তাঁকে ছাড়িয়ে যান ৬৮ ম্যাচেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ৪২ জয় আছে আরও দুজনের—ইংল্যান্ডের এউইন মরগান আর আফগানিস্তানের আসগর স্টানিকজাইয়ের। যৌথভাবে এটিই সর্বোচ্চ।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতলেই রেকর্ড গড়বেন বাবর, হয়ে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক। এই মুহূর্তে যাঁরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের মধ্যে বাবরের কাছাকাছি আছেন ভারতের রোহিত শর্মা। ৫১ ম্যাচে অধিনায়কত্ব করে ৩৯টিতে জিতেছেন রোহিত। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এর পরে আছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা (২২)। বাংলাদেশের সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি জিতেছেন ১৪টিতে।
নিউজিল্যান্ড সিরিজে বাবরের সামনে হাতছানি আছে রান আর বাউন্ডারি কীর্তিরও। আর ৬৭ রান করলে মার্টিন গাপটিলকে টপকে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন বাবর। এই মুহূর্তে বাবরের রান ৩ হাজার ৪৬৫, গাপটিলের ৩ হাজার ৫৩১। বাউন্ডারিতে আছেন পল স্টার্লিংকে টপকানোর অপেক্ষায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩৭৪টি চার মেরেছেন আয়ারল্যান্ডের স্টার্লিং। বাবর দ্বিতীয় স্থানে আছেন ৩৬৮ চার নিয়ে। ৭টি চার মারলেই বাবর হয়ে যাবেন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চারের মালিক।
তবে খেলাটা যেহেতু দলগত, বাবর সবার আগে পাকিস্তানের জয়ই চাইবেন। আর সেটি হলে গড়া হয়ে যাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের বিশ্ব রেকর্ড।