ডান হাতে বাচ্চাকে কোলে তোলাও নিষেধ মার্ক উডের

মার্ক উডকে ডান হাতে কোনো কাজ করতে নিষেধ করেছেন চিকিৎসকএএফপি

মার্ক উড আর চোট—সমার্থক শব্দই বলা যায়। ইংলিশ ফাস্ট বোলারের চোটের সঙ্গে দেখাসাক্ষাৎ তো নিত্যকার ঘটনা। এই মুহূর্তেও যেমন চোটের কারণে মাঠের বাইরেই আছেন উড। ডান কনুইয়ের হাড়ের চোটে ছিটকে যাওয়া উডের ২০২৪ সালে আর মাঠে ফেরার সম্ভাবনা নেই।

বারবার চোটে পড়ে ছিটকে পড়াটা তো দুঃখেরই। সর্বশেষ চোট উডের দুঃখ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শারীরিক অস্বস্তির জন্য দুঃখটা বাড়েনি, উডের মন আরও খারাপ করে দিয়েছে চিকিৎসকদের একটি পরামর্শ। উডকে যে ডান হাত দিয়ে তাঁর বাচ্চাদের কোলে তুলতে নিষেধ করা হয়েছে।

৩৪ বছর বয়সী উড গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্ট থেকেই মাঠের বাইরে। তাঁকে ছিটকে ফেলেছিল মূলত গ্রোয়েন বা কুঁচকির চোট। পরে কনুইয়ের সমস্যাও ধরা পড়ে। কনুইয়ের হাড়ে চিড় ধরেছে কি না, তা বুঝতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার কথা উডের।

চোটের কারণে ইংল্যান্ডের পাকিস্তান সফরের দলে না থাকা উড বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে কথা বলেছেন। চোট কতটা গুরুতর, সেটি বোঝাতে গিয়ে উড বলেন, ‘আসলে ডান পাশ দিয়ে আমি কিছুই করতে পারছি না। আমাকে ডান হাত দিয়ে বাচ্চাদের তুলতেও বারণ করা হয়েছে। আমি এখন সবকিছু বাঁ হাত দিয়েই করি।’

আরও পড়ুন

কীভাবে ধরা পড়ল কনুইয়ের চোট, সেটিও বলেছেন উড, ‘এবারের চোটটা অদ্ভুত। আমার কুঁচকিতে একটু সমস্যা ছিল, এরপর কনুইয়ের অসাড়তার জন্য স্ক্যান করালাম। এই চোট অবশ্য ফাস্ট বোলারদের জন্য নতুন কিছু নয়। আমি ভেবেছিলাম ইনজেকশন নেওয়ার দরকার হতে পারে। তাঁরা বললেন আমার কনুইয়ের হাড়ে সমস্যা আছে। তাঁরা মনে করছেন হাড়ে চিড় ধরে থাকতে পারে, আমাকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে বলেছেন।’

মার্ক উডের ছেলেকে হাতে ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ছবিটি বছর তিনেক আগের
ইনস্টাগ্রাম/মার্ক উড

এ বছর আর উডকে পাওয়া না গেলেও আগামী বছরের অ্যাশেজে এই ফাস্ট বোলারকে পুরো সুস্থই দেখতে চায় ইংল্যান্ড। গত বছর সর্বশেষ অ্যাশেজে বড় অবদান রেখেছিলেন উড। ৩ টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছিলেন। এই মৌসুমে তিনটি টেস্ট খেলে উড পেয়েছেন ৯ উইকেট, এর ৭টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টে।

আরও পড়ুন