জয়সোয়ালকে আউট দেওয়া শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে কারা, বিপক্ষে কারা

আউট হয়ে ফিরছেন জয়সোয়ালএএফপি

প্যাট কামিন্সের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। তবে অস্ট্রেলিয়ার রেফারেল নেওয়ার পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ রিপ্লে দেখে কট বিহাইন্ড ঘোষণা করেন জয়সোয়ালকে। যদিও স্নিকো মিটারে কোনো ব্যাট কিংবা গ্লাভসের সঙ্গে বলের সংযোগের কোনো স্পাইক দেখায়নি। বলের গতিপথের পরিবর্তন দেখেই আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালের এই  আউট নিয়ে বিতর্ক চলছেই। এ নিয়ে অস্ট্রেলিয়া-ভারতের দুই অধিনায়কসহ কথা বলেছেন সাবেক অনেক তারকাই। জয়সোয়ালের সেই আউট নিয়ে কে কী বললেন…

রোহিত শর্মা, ভারত অধিনায়ক
আমি জানি না এ নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু দেখা যায়নি। কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে, সে (জয়সোয়াল) কিছু একটাতে (ব্যাট) লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে চান, তা আমি জানি না। তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয়, সে বলটা ছুঁয়েছে...। আমরা জানি, প্রযুক্তি শতভাগ সঠিক নয়। বেশির ভাগ সময় আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি...এখানে আমরা দুর্ভাগা।’

প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া অধিনায়ক

যশস্বীও নিশ্চিত জানত, বল লেগেছে। স্নিকো দেখার পর মনোভাব বদলেছে ও। পরিষ্কার দেখা গিয়েছে, ব্যাটে লেগে বলের গতিপথ বদলেছে। আমরা যখন রেফারেল নিলাম, ওর মাথা নিচু হয়ে গেল কারণ সে জানত ব্যাটে বল লেগেছে। ভাগ্য ভালো স্নিকো মিটার কিছু না দেখালেও অন্য কিছু প্রমাণ ছিল যে এটি আউটই।

সুনীল গাভাস্কার, ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার

আমরা অনেকবার দেখেছি, বল সিমে পড়ে ব্যাটে না লেগে খুব কাছ দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয়, বল ব্যাটের কানায় লেগেছে...দেখার ভুলের কারণে মনে হয়, বল ব্যাটে লেগেছে। এখানেও দেখার ভুলই হয়েছে। প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন
ছবি : এএফপি

সাইমন টফেল, সাবেক আম্পায়ার

আমার মতে, ওটা আউট। তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন...আম্পায়ার যখন ব্যাট থেকে (বলের) পরিষ্কার বিচ্যুতি দেখেছেন, তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণে কোনো প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। পরিষ্কার বিচ্যুতিটাই চূড়ান্ত প্রমাণ। এ ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে আমরা যেটা দেখলাম, তাঁরা দ্বিতীয় পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করেছেন। যে কারণে বিচ্যুতির পক্ষে একই চূড়ান্ত প্রমাণ অডিওতে বোঝা যায়নি। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার পরিষ্কার বিচ্যুতির পক্ষে থেকে সঠিক কাজটাই করেছেন এবং মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টেছেন। আমার মতে, সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

মার্ক ওয়াহ, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

সোজা কথাটা হলো, জয়সোয়াল পরিষ্কার আউট। ব্যাট-গ্লাভসে লেগে (বলের) পরিষ্কার বিচ্যুতি ঘটেছে। জানি না এটা কীভাবে (মাঠের) আম্পায়ারের চোখ এড়িয়ে গেল। স্নিকোতে বোঝা যায়নি, কারণটা সম্ভবত খুব আলতো করে লেগেছে। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

রবি শাস্ত্রী, ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার

তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো না-ও মানতে পারেন। সেই ক্ষমতা তার আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে। তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত।

আরও পড়ুন

রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা (বল) তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জয়সোয়াল হাঁটতে শুরু করেছে

জাস্টিন ল্যাঙ্গার, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

খুবই বিতর্কিত বিষয় হতে যাচ্ছে। দেখে যদিও মনে হচ্ছে ব্যাট ও গ্লাভসে লেগেছে, তবে স্নিকো বলছে লাগেনি। ম্যাচের পরে এ নিয়েই বেশি কথা হবে।

রাজীব শুক্লা, বিসিসিআই সহসভাপতি

যশস্বী জয়সোয়াল পরিষ্কার নট আউট। প্রযুক্তির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে তৃতীয় আম্পায়ারের কাছে অকাট্য প্রমাণ থাকা উচিত।

মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

এসব থামান...এটা আউট। গতকালের সব সিদ্ধান্তই সঠিক। অস্ট্রেলিয়া দলটা এ সপ্তাহে স্রেফ বেশি ভালো ছিল।

আরও পড়ুন

সুরিন্দর খান্না, ভারতের সাবেক উইকেটকিপার

বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে। আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী (ঝুটে লোক হ্যায় ইয়ে)। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।

আরও পড়ুন