আফগানিস্তান ইনিংসে যত রেকর্ড

২৫৬ রানের জুটি গড়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই করেছেন সেঞ্চুরি। আর তাতে চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতা।

সেঞ্চুরির পর রহমানউল্লাহ গুরবাজের বুনো উদ্‌যাপনশামসুল হক

গুরবাজ-জাদরানের ২৫৬ রানের জুটি

• ওয়ানডেতে যে কোনো উইকেটেই আফগানিস্তানের সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২১৮*, ২০১০ সালে আয়ারে স্কটল্যান্ডের বিপক্ষে করিম সাদিক ও মোহাম্মদ শেহজাদের।
• তিন সংস্করণ মিলিয়ে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ৩০৭, ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে আসগর আফগান ও হাশমতউল্লাহ শহীদির।
• ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে আফগানদের আগের রেকর্ড ১৪১, ২০১২ সালে শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে করিম সাদিক ও জাভেদ আহমাদির।
• ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ২৯০, ২০২২ সালে চট্টগ্রামে দ্বিতীয় উইকেটে ভারতের ঈশান কিষান ও বিরাট কোহলির।
• ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ ২৮২*, ২০১৭ সালে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও কুইন্টন ডি ককের।
• ওয়ানডে ইতিহাসের ২৯তম ২৫০ ছাড়ানো জুটি। ২৫০ ছাড়ানো ১৪তম উদ্বোধনী জুটি এটি।
• ওয়ানডেতে বাংলাদেশের মাটিতে তৃতীয় সর্বোচ্চ জুটি।

২৫৬ রানের জুটি গড়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান
প্রথম আলো

বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ জুটি

১০০

• গুরবাজ-জাদরানের জুটি ২০১৯ সালের পর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ১০০ রানের উদ্বোধনী জুটি। ভারতের লোকেশ রাহুল ও রোহিত শর্মার জুটিতে এসেছিল ১৮০ রান।
• ২০১২ সালের পর এটিই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম শতরানের উদ্বোধনী জুটি। এশিয়া কাপে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ জুটি করেছিলেন ১৩৫ রান।

গুরবাজের ১৪৫…

• ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ। সর্বোচ্চ ১৬২ ইব্রাহিম জাদরানের, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে।
• বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চও গুরবাজের, ২০২২ সালে চট্টগ্রামেই অপরাজিত ১০৬।
• চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২১০, গত ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ভারতের ঈশান কিষানের।

আরও পড়ুন
সেঞ্চুরির পর ইব্রাহিম জাদরান
প্রথম আলো

ওয়ানডেতে ষষ্ঠবার বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের দুই ওপেনার সেঞ্চুরি পেলেন। সব মিলিয়ে এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৬ বার দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। আফগান ব্যাটসম্যানরা এক ম্যাচে দুটি সেঞ্চুরি পেলেন তৃতীয়বার।

৩৩১/৯

• ওয়ানডেতে আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৩৮, ২০১৭ সালে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিপক্ষে।  
• বাংলাদেশের বিপক্ষে আফগানদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৫৮, ২০১৬ সালে মিরপুরে।