জর্ডানের হ্যাটট্রিকে ইংল্যান্ডের শূন্যতাপূরণ, বাংলাদেশ কোথায়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডানএএফপি

বার্বাডোজ তাঁর জন্মস্থান। সেই বার্বাডোজেরই ব্রিজটাউনে আজ ইংল্যান্ডের হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমেছিলেন ক্রিস জর্ডান। দলের হয়ে ১৯তম ওভারে বল হাতে নিয়ে জর্ডান তুলে নিয়েছেন ৬ বলে ৪ উইকেট, তিনটিই টানা। জর্ডানের ক্যারিয়ারের তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই ইংল্যান্ডের কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক এটি।

৩৫ বছর বয়সী জর্ডানের ১০ রানে ৪ উইকেট নেওয়ার দিনে ১৮.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্র। রান তাড়া করতে নেমে জস বাটলারের ৩৮ বলে ৮৩ ও ফিল সল্টের ২১ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বড় জয় তোলে ইংল্যান্ড। যে জয় প্রথম দল হিসেবে সেমিফাইনালে তুলে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

জর্ডানের সুবাদে সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক আন্তর্জাতিক টি-টোয়েন্টির হ্যাটট্রিকের গল্প।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আট আসরে হ্যাটট্রিক হয়েছে মোটে ৬টি। আর ২০২৪ আসরে সেমিফাইনালের আগেই হ্যাটট্রিক হলো তিনটি। জর্ডানের আগের দুটি প্যাট কামিন্সের। অস্ট্রেলিয়ান পেসার টানা দুই হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে।

২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬—টানা পাঁচ আসরে কোনো হ্যাটট্রিকই দেখেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি পূর্ণ সদস্য ১২ দেশের মধ্যে এত দিন বাংলাদেশ ও ইংল্যান্ডেরই কোনো বোলারের টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ছিল না। এখন জর্ডান হ্যাটট্রিক করার পর রইল বাকি শুধুই বাংলাদেশ।
৬১

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের সংখ্যা এখন ৬১। সবচেয়ে বেশি ৬ হ্যাটট্রিক শ্রীলঙ্কার বোলারদের। ৫টি করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ানদের।

টি–টোয়েন্টি  বিশ্বকাপে যত হ্যাটট্রিক

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন  ক্রিস জর্ডান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। প্রথম বোলার আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ২০২১ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে