আবার পাকিস্তান দলের সঙ্গে কাজ করবেন মিসবাহ

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক কোচ মিসবাহ–উল হকফাইল ছবি

পাকিস্তান দলকে ১৫১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে ছিলেন পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বেও। দুই বছর আগে সেই পদ থেকে সরে দাঁড়ানো মিসবাহ-উল হক আবার ফিরছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

এবার আর কোচ হিসেবে নয়। ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, পিসিবির ক্রিকেট কমিটির প্রধান হতে যাচ্ছেন মিসবাহ। তাঁকে পালন করতে হবে পিসিবি প্রধান জাকা আশরাফের পরামর্শকের দায়িত্বও।

আরও পড়ুন
পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকার সময় মিসবাহ–উল–হক
ছবি: টুইটার

এ মাসের শুরুর দিকে পিসিবির নতুন ব্যবস্থাপনা কমিটির প্রধান হয়েছেন জাকা আশরাফ। দেশটির ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটিই তাঁর প্রথম বড় কোনো নিয়োগ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মিসবাহর এই পদ হবে অবৈতনিক।

রমিজ রাজা ২০২১ সালে পিসিবির প্রধানের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ। এর পর থেকে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্লেষকের কাজ করে যাচ্ছেন। পিসিবির ক্রিকেট কমিটির প্রধান হলেও সেই কাজ তিনি করে যাবেন।

আরও পড়ুন

মিসবাহ পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়েছিলেন মিকি আর্থারের জায়গায়। মিসবাহ যখন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক ছিলেন, সে সময় কোচ ছিলেন আর্থার। দুজন মিলে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল বানিয়েছিলেন।

আরও পড়ুন