২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্লেনে পানি ভেবে বোতলে চুমুক দিয়ে হাসপাতালে

মায়াঙ্ক আগারওয়ালইনস্টাগ্রাম

খাওয়ার পানি ভেবে একটি বোতলে চুমুক দিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। এর পর থেকেই গলায় জ্বালাপোড়া এবং পেটব্যথা শুরু। সেটিও বিমানে চড়ে এই অবস্থা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের রাজ্য দল কর্ণাটকের অধিনায়ককে আজ আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বোতলে ঠিক কী ছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রঞ্জি ট্রফিতে শুক্রবার রেলওয়ের বিপক্ষে ম্যাচ আছে কর্ণাটকের। এই ম্যাচ খেলতে আজ সন্ধ্যায় আগরতলা থেকে বিমানে করে সুরাটে যাচ্ছিল কর্ণাটক দল।

আরও পড়ুন

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিমানে কয়েক দফা বমি করার পর মায়াঙ্ককে দ্রুত নামিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তাঁর সতীর্থরা অবশ্য গন্তব্যস্থলে গেছেন।

ভারতের হয়ে ২১টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান আপাতত শঙ্কামুক্ত। তবে তাঁর শারীরিক অবস্থার এমন কোনো উন্নতি হয়নি, যা দেখে তাঁর ব্যাপারে এখনো নিরাপদ কোনো সিদ্ধান্তে আসা যায়। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এ ব্যাপারে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

আরও পড়ুন

তবে রেলওয়ের বিপক্ষে ম্যাচটি আগারওয়াল সম্ভবত খেলতে পারবেন না। তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রাপ্ত ফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, বেঙ্গালুরুতে ফিরে তাঁকে আরও পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে কি না।

ভারতের ঘরোয়া মৌসুমে এ পর্যন্ত দুটি শতক ও একটি অর্ধশতক করেছেন ৩২ বছর বয়সী আগারওয়াল। ৪ ম্যাচে এ পর্যন্ত ২ জয় এবং ১টি করে হার ও ড্র নিয়ে ‘সি’ গ্রুপে দ্বিতীয় কর্ণাটক। তাঁদের দলের সহ-অধিনায়ক নিকিন জোস রেলওয়ের বিপক্ষে অধিনায়কত্ব করবেন।

আরও পড়ুন