১১ বছর পর ভারত, চ্যাম্পিয়নস ট্রফি–নাটক এবং রুট

২০২৪ সালের শেষ দিন আজ। কেমন ছিল খেলার এই বছর? ধারাবাহিক বর্ষপরিক্রমার শেষ পর্বে আজ ফিরে দেখা যাক আন্তর্জাতিক ক্রিকেট

টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মঞ্চে উড়ছে কনফেত্তি—এ বছর ভারতীয় ক্রিকেটের সেরা মুহূর্তছবি: আইসিসি

কারও জন্য অপেক্ষার অবসান, কারও জন্য আক্ষেপ ঘোচানোর বছর। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১৩ বছরের বৈশ্বিক ট্রফির খরা কাটিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার যুবারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলেছে ১৪ বছর পর। প্রথম আটবারের চেষ্টায় শিরোপা জিততে ব্যর্থ নিউজিল্যান্ডের মেয়েরা সফল হয়েছে এবার। প্রথমবারের মতো তারা জিতেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

দলীয় অর্জন তো গেল। ব্যক্তিগত নৈপুণ্যের প্রসঙ্গ এলে বছরটা ইংলিশ ব্যাটসম্যান জো রুটের হয়ে থাকবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মসনদে বসেছেন জয় শাহ। ৩৬ বছর বয়সী এই ভারতীয়ই আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। মারকাটারি ক্রিকেটের এই যুগে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ও দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও দেখেছে বিদায় নিতে চলা ২০২৪ সাল।

অবসরে গেছেন একঝাঁক তারকা ক্রিকেটার—কেউ সব ধরনের ক্রিকেট থেকে, কেউ আন্তর্জাতিক আঙিনা থেকে, আবার কেউ কেউ একটি বা দুটি সংস্করণ থেকে। অনেক বুড়োর বিদায়ের বছরে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে রাজ করার বার্তা দিয়ে রেখেছেন। ওপারে পাড়ি জমানোর তালিকায় আছেন কয়েকজন সাবেক ক্রিকেটার।

টি-টোয়েন্টিকে গুরুত্ব দিতে গিয়ে টেস্ট ক্রিকেটকে ‘অবহেলার চোখে দেখা’ দক্ষিণ আফ্রিকা সবার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে বসে আছে! বছরের শেষ ভাগে এসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে তৈরি হয় মহানাটক। শেষ পর্যন্ত সমাধান হয়ে আসে ‘হাইব্রিড মডেল’।

গ্রাফিকস: মো. আসাদ আলী