এক বছরের পরিকল্পনার অংশ হিসেবেই টি-টোয়েন্টি দলে রনিরা
পাঁচটি পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, এক বছরের জন্য ২২-২৪ জন খেলোয়াড় নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা। সেটিরই পরিপ্রেক্ষিতে দলে এমন পরিবর্তন। দল নির্বাচনে বয়স কোনো ব্যাপার নয়, ফিটনেস আর পারফরম্যান্সই মূল বলেও উল্লেখ করেছেন প্রধান নির্বাচক।
ইংল্যান্ড সিরিজে আট বছর পর দলে ডাক পেয়েছেন বিপিএলে আলো ছড়ানো রনি তালুকদার। ফিরেছেন শামীম হোসেন, দলে নতুন মুখ অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার তানভীর ইসলাম, পেসার রেজাউর রহমান ও ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।
তানভীর সর্বশেষ বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। রনি ও হৃদয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। বিপিএলের পারফরম্যান্স স্বাভাবিকভাবেই বিবেচনায় নেওয়া হয়েছে, জানিয়েছেন মিনহাজুল, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল, এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি।’
সঙ্গে টি-টোয়েন্টি ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, ‘আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’
রনির মতো কাউকে ডাকা সবার জন্যই একটা বার্তা বলেও মনে করেন মিনহাজুল, ‘এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। বয়স কোনো বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
বাংলাদেশের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বরাবরই ফিটনেসকে বেশ গুরুত্ব দেন। মিনহাজুলের কথাতেও ইঙ্গিত আছে সেটির, ‘অনেক কিছুর ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমাদের যেকোনো একটা সংস্করণে কোনো খেলোয়াড়কে যদি দরকার হয়, অবশ্যই তাকে তৈরি করা হবে।’
ওয়ানডেতে বেশ ধারাবাহিক হলেও টেস্ট ও টি-টোয়েন্টি বরাবরই বাংলাদেশের কাছে অস্বস্তির সংস্করণ। দায়িত্ব নেওয়ার পর হাথুরুসিংহেও বলেছেন, তাঁর এ মেয়াদে অন্যতম চ্যালেঞ্জ হবে টি-টোয়েন্টি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ৯ মার্চ, চট্টগ্রামে। মিরপুরে লো-স্কোরিং ম্যাচে ৩ উইকেটে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ, যে সংস্করণে দেশের মাটিতে সর্বশেষ সাতটি সিরিজে অপরাজিত স্বাগতিকেরা। প্রথম ম্যাচে হারের পর সে জয়ের ধারা পড়ে গেছে হুমকির মুখে।