সম্প্রচার শেষ ১৪ অক্টোবর ২০২৪

বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কোন দলে কারা খেলবেন

০৮: ৩৮ , অক্টোবর ১৪

কোন দলে কারা আছেন

প্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যুনতম ১৪ সদস্যের দল গড়ে ফেলেছে। এক ঝলকে দেখে নিন, কোন দল কেমন স্কোয়াড গড়েছে।

দুর্বার রাজশাহী

দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ। বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

ঢাকা ক্যাপিটালস

দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চিটাগং কিংস

দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব। বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

খুলনা টাইগার্স

দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান। বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স

দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান। বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্ট্রাইকার্স

দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ফরচুন বরিশাল

দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
০৪: ৫৭ , অক্টোবর ১৪

বিপিএল প্লেয়ার্স ড্রাফট–এ স্বাগত

বিপিএল ২০২৫ আসর শুরু হবে চলতি বছরের শেষ দিকে। তার আগে ৭ ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নেবে আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে। রাজধানীর হোটেল সোনার গাঁয়ে চলা প্লেয়ার্স ড্রাফটে কোন দল কাকে নিচ্ছে, কী ঘটছে সরাসরি খবর জানবেন এখান থেকে।

০৫: ০১ , অক্টোবর ১৪

সাকিব–মোস্তাফিজদের ঘর ঠিকঠাক, অপেক্ষায় নাজমুল

প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন এখনো অপেক্ষায়। গতবার সিলেট স্ট্রাইকার্সে খেলা এই ব্যাটসম্যানের নাম উঠতে চলেছে ‘এ’ ক্যাটাগরীতে।

সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যাঁরা:

চিটাগং কিংস—সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম

ঢাকা ক্যাপিটালস—মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান

ফরচুন বরিশাল—তাওহিদ হৃদয়

সিলেট স্ট্রাইকার্স—জাকের আলী

খুলনা টাইগার্স—মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স—মোহাম্মদ সাইফউদ্দিন

দুর্বার রাজশাহী—এনামুল হক

০৫: ০৭ , অক্টোবর ১৪

তামিম–মুশফিকরা বরিশালেই

প্রতিটি দল আগের আসর থেকে দুজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। সুযোগটি কাজে লাগিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

অন্যদের মধ্যে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান ও জাকির হাসানকে, খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে এবং রংপুর রাইডার্স নুরুল হাসান ও মেহেদী হাসানকে ধরে রেখেছে।

০৫: ১৩ , অক্টোবর ১৪

৭ ফ্র্যাঞ্চাইজির তিনটিই নতুন

গত বছরের মতো এবারও বিপিএলে অংশ নেবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে তিনটির—ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। এর মধ্যে ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে, চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নিচ্ছে না।

০৫: ১৮ , অক্টোবর ১৪

তিন বিদেশিকে চুক্তিতে নিয়েছে রংপুর

ড্রাফটের বাইরে থেকে ৩ বিদেশিকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। একজন ইংল্যান্ডের, দুজন পাকিস্তানের।

রংপুর রাইডার্স জানিয়েছে, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবংপাকিস্তানের ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ পুরো মৌসুমের জন্য তাদের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ ছাড়া ফরচুন বরিশাল ডেভিড ম্যালানকে, সিলেট স্ট্রাইকার্স জর্জ মানসি ও পল স্টার্লিংকে এবং খুলনা টাইগার্স ওশানে থমাসকে দলে নিয়েছে।

০৫: ২৩ , অক্টোবর ১৪

এলেন আফিফ

আফিফ হোসেন দল পেয়ে গেছেন আগেই। গত মৌসুমের দল খুলনা টাইগার্স তাঁকে রেখে দিয়েছে। বাঁহাতি অলরাউন্ডার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে এসেছেন মূলত দল গোছানোয় ফ্র্যাঞ্চাইজিকে সহায়তা করতে।

প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে এলেন আফিফ হোসেন
প্রথম আলো
০৫: ২৬ , অক্টোবর ১৪

ড্রাফটে ৪৩৪ বিদেশি

বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন ৪৪০ বিদেশি ক্রিকেটার। যার মধ্যে ৬ জন এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।

০৫: ৩৫ , অক্টোবর ১৪

খেলোয়াড় কিনতে প্লেয়ার্স ড্রাফটে শাকিব খান

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে শাকিব খান
শামসুল হক

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আছেন আরেক অভিনেতা মামনুন ইমন।

০৫: ৪৪ , অক্টোবর ১৪

দেশি ক্রিকেটারদের দাম সর্বোচ্চ ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ

প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় বা দেশি ক্রিকেটারদের মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার। তাঁরা পাবেন ৬০ লাখ টাকা করে। পরের ধাপগুলোতে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ক্যাটাগরি বি— ৪০ লাখ, ক্যাটাগরি সি—২৫ লাখ, ক্যাটাগরি ডি—২০ লাখ, ক্যাটাগরি ই—১৫ লাখ এবং ক্যাটাগরি এফ—১০ লাখ টাকা।

০৫: ৫০ , অক্টোবর ১৪

লিটন–মাহমুদউল্লাহ কোন দলে?

‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ জন ক্রিকেটার। এর মধ্যে প্রথম খেলোয়াড় ডাকার সুযোগ পাওয়া দল কাকে ডাকবে, দেখার বিষয়। ‘এ’ ক্যাটাগরিতে আছেন লিটন দাস ও মাহমুদউল্লাহর মতো ক্রিকেটার। আছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন, পেসার তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনও।

১২ জনের বাকি ৭ জনই এরই মধ্যে সরাসরি চুক্তি বা রিটেইনার হিসেবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন।

০৫: ৫৫ , অক্টোবর ১৪

প্রথম ডাকে তাসকিনকে কিনল রাজশাহী

প্লেয়ার্স ড্রাফটে প্রথম দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পেয়েছে দুর্বার রাজশাহী। দলটি ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে।

০৬: ০১ , অক্টোবর ১৪

লিটন ঢাকায়, বরিশালে মাহমুদউল্লাহ

খেলোয়াড় কেনায় প্রথম সুযোগ ছিল দুর্বার রাজশাহীর, এরপর ঢাকা ক্যাপিটালসের। নতুন মালিকানার দলটি ক্যাটাগরি ‘এ’ থেকে নিয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। এরপর মাহমুদউল্লাহকে নেওয়ার সুযোগ ছিল চট্টগ্রাম, খুলনা, রংপুর ও সিলেটের সামনে। তবে এই দলগুলো নিয়েছে অন্যদের। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। গত বছরও এই দলে খেলেছিলেন তিনি।

যার অর্থ, টানা দ্বিতীয় আসরে একসঙ্গে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

প্রথম ডাকে চট্টগ্রাম নিয়েছে শামীম হোসেনকে, খুলনা হাসান মাহমুদকে, রংপুর নাহিদ রানাকে আর সিলেট রনি তালুকদারকে।

০৬: ০৪ , অক্টোবর ১৪

মাশরাফি ফের সিলেটে

মাশরাফি বিন মুর্তজাকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গত বছরও এই দলের হয়ে খেলেছিলেন

দ্বিতীয় ডাকে অন্য দলগুলো দলে নিয়েছে যথাক্রমে বরিশাল তানভীর ইসলামকে, রংপুর সাইফ হাসানকে, খুলনা মোহাম্মদ নাঈমকে, চট্টগ্রাম পারভেজ হোসেনকে, ঢাকা হাবিবুর রহমানকে এবং রাজশাহী জিশান আলমকে।

০৬: ১৩ , অক্টোবর ১৪

অবশেষে দল পেলেন নাজমুল

ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজনকে খেলোয়াড় ডেকেছে। এর মধ্যে ১৪ জন খেলোয়াড় দল পেলেও অবিক্রিত রয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন।

অবশেষে তাঁকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এই ডাকে অন্যদের মধ্যে দল পেয়েছেন সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী)।

ফরচুন বরিশালের টেবিলে আছেন তামিম ইকবাল
ফরচুন বরিশালের ফেসবুক পেজ থেকে
০৬: ২২ , অক্টোবর ১৪

এখন পর্যন্ত যাঁরা যে দলে

রাজশাহী: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন

ঢাকা: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ

চট্টগ্রাম: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম

খুলনা: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম

রংপুর: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান

সিলেট: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি

বরিশাল: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল

০৬: ৩৯ , অক্টোবর ১৪

সাইম আইয়ুব ঢাকায়, পাথুম নিশাঙ্কা বরিশালে, সিলেটে কর্নওয়াল 

বিদেশি খেলোয়াড়দের প্রথম ডাকে পাকিস্তানের সাইম আইয়ুবকে নিয়েছে ঢাকা ক্যাপিটাল। সাইম ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়, দাম ৭০ হাজার মার্কিন ডলার। একই ক্যাটাগরি থেকে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে নিয়েছে ফরচুন বরিশাল।

প্রথম রাউন্ডের ড্রাফটে প্রতিটি দল দুজন করে বিদেশি ক্রিকেটার নিতে পেরেছে। এ দফায় যাঁরা দল পেয়েছেন:

ঢাকা: সাইম আইয়ুব, আমির হামজা

রংপুর: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

খুলনা: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

বরিশাল: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা

চট্টগ্রাম: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

রাজশাহী: সাদ নাসিম, লাহিরু সামারাকুন

সিলেট: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি

প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড় কিনে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা
প্রথম আলো
০৬: ৫১ , অক্টোবর ১৪

এখনো দল পাননি রিশাদ হোসেন

বাংলাদেশ টি–টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠা রিশাদ হোসেন এখনো বিপিএলে দল পাননি। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই এরই মধ্যে দল পেয়ে গেছেন। প্লেয়ার্স ড্রাফটের প্রথম দুই সেট থেকে প্রতিটি দল ৪ জন দেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে।

চার দল মিলিয়ে ২৮ জন খেলোয়াড় দল পেলেও এখনো অপেক্ষায় ভারতে বাজে সিরিজ কাটিয়ে আসা রিশাদ। বিপিএলের সর্বশেষ আসরে এই লেগ স্পিনার ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। তবে দলে থাকলেও খুব একটা খেলার সুযোগ পাননি। কুমিল্লা রিশাদকে নামিয়েছিল মাত্র ৪ ম্যাচে। তবে ৩ ইনিংসে ৯ ওভার বল করে ৮.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ৬ উইকেট।

রিশাদ যে ক্যাটাগরিতে আছেন, সেখানে খেলোয়াড়ের দাম ৬০ লাখ টাকা

০৭: ০২ , অক্টোবর ১৪

প্লেয়ার্স ড্রাফটে শন টেইট

চট্টগ্রাম কিংসের টেবিলে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট। সেলফি নিয়েছেন এনামুল হক জুনিয়র।
০৭: ২৯ , অক্টোবর ১৪

ঢাকায় সাব্বির, বরিশালে ইবাদত

স্থানীয় ক্রিকেটারদের তৃতীয় সেটের প্রথম রাউন্ডে দল পেয়েছেন সাব্বির রহমান ও ইবাদত হোসেন। দুজনের কেউই সর্বশেষ বিপিএলে খেলতে পারেননি।

দশম আসরে দল না পাওয়া সাব্বিরকে এবার দলে নিয়েছে ঢাকা ক্যাপিটাল। আর চোটের কারণে এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা ইবাদতকে নিয়েছে ফরচুন বরিশাল।

সাব্বির, ইবাদতের সঙ্গে এই পর্বে দল পেয়েছেন রাজশাহীতে সানজামুল ইসলাম ও এসএম মেহরব হোসেন, ঢাকায় মুনিম শাহরিয়ার, চট্টগ্রামে মোহাম্মদ মিঠুন ও নাঈম ইসলাম, খুলনায় আবু হায়দার ও জিয়াউর রহমান, রংপুরে রেজাউর রহমান ও ইরফান শুক্কুর, সিলেটে রুয়েল মিয়া ও আরিফুল হক এবং বরিশালে নাঈম হাসান।

০৭: ৩৯ , অক্টোবর ১৪

শাকিব ও দুই ক্রিকেটার

শাকিবের সঙ্গে ছবি তুলে খুশি মুশফিক ও মিরাজ, খুশি শাকিবও
শামসুল হক
০৭: ৪৬ , অক্টোবর ১৪

রিশাদকে নিল তামিমের বরিশাল

দীর্ঘ অপেক্ষার পর দল পেয়েছেন রিশাদ হোসেন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের টেবিলে দল গোছানোর কাজে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাফীস ইকবালরা।

রিশাদ ক্যাটাগরি ‘এ’–তে থাকা সর্বশেষ খেলোয়াড়। এর আগে ক্যাটাগরি ‘বি’–এর সব খেলোয়াড়ও দল পেয়ে গিয়েছিলেন। ৬০ লাখ টাকা দামের রিশাদ দল পেয়েছেন চতুর্থ সেটের প্রথম রাউন্ডে, অর্থ্যাৎ, প্লেয়ার্স ড্রাফটে স্থানীয়দের মধ্যে ৪৩ নম্বরে।

এই রাউন্ড থেকে আরও দল পেয়েছেন আকবর আলী (রাজশাহী), শাহাদাত হোসেন (ঢাকা), মাহমুদুল হাসান (খুলনা) ও তাইজুল ইসলামরা (বরিশাল)।

০৮: ০১ , অক্টোবর ১৪

প্লেয়ার্স ড্রাফট থেকে এখন পর্যন্ত কেনাকাটা!

দুর্বার রাজশাহী

দেশি: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন

ঢাকা ক্যাপিটালস

দেশি: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন

বিদেশি: সাইম আইয়ুব, আমির হামজা

চিটাগং কিংস

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

খুলনা টাইগার্স

দেশি: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান

বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

রংপুর রাইডার্স

দেশি: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান

বিদেশি: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

সিলেট স্ট্রাইকার্স

দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম

বিদেশি: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

ফরচুন বরিশাল

দেশি: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

০৮: ২২ , অক্টোবর ১৪

দলই পাননি মুমিনুল, মোসাদ্দেক

টানা দ্বিতীয় বছর বিপিএল ড্রাফট থেকে দল পেলেন না মুমিনুল হক। গত বছর অবশ্য রংপুর রাইডার্স তাঁকে পরে দলে নিয়েছিল, যদিও মাঠে নেমেছেন মাত্র এক ম্যাচ।

এবারের প্লেয়ার্স ড্রাফটে মুমিনুল ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। একই বিভাগে ছিলেন মোসাদ্দেক হোসেন। ‘সি’–তে থাকা ২২ জনের মধ্যে এ দুজনই শুধু দল পাননি।

০৮: ৩২ , অক্টোবর ১৪

বরিশাল কিনেছে ১৩ জন, চট্টগ্রাম ও রাজশাহী ১২ জন করে

প্লেয়ার্স ড্রাফট থেকে সবচেয়ে বেশি ১৩ খেলোয়াড় কিনেছে ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা ১০ জন স্থানীয় ক্রিকেটারের সঙ্গে ৩ জন বিদেশি নিয়েছে।

নতুন মালিকানায় আসা চট্টগ্রাম ও রাজশাহী নিয়েছে ১২ জন করে। এ ছাড়া সিলেট স্ট্রাইকার্স ১১, এবং ঢাকা, রংপুর ও খুলনা ১০ জন করে খেলোয়াড় কিনেছে।

০৮: ৩৫ , অক্টোবর ১৪

বিদেশির জন্য সরাসরি চুক্তিতে ভরসা

প্লেয়ার্স ড্রাফট থেকে ৭ ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড় কিনেছে মাত্র ১৬ জন। সর্বোচ্চ তিনজন করে কিনেছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স।

দলগুলো বিদেশি খেলোয়াড়ের জন্য সরাসরি চুক্তিতেই জোর দিয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়ে গেছে, দলের কম্বিনেশন ও প্রাপ্যতা বুঝে চুক্তি করা হবে সামনেও।

০৯: ৪৪ , অক্টোবর ১৪

ড্রাফট শেষ, দল সাজানো নয়

প্লেয়ার্স ড্রাফটে বিদেশি খেলোয়াড় ডাকা হয়েছে দুই দফায়। প্রথম দফার দুই রাউন্ডে ৭ দলই দুজন করে খেলোয়াড় কিনেছে। কিন্তু পরের দফায় খেলোয়াড় কিনেছে মাত্র ২ দল। বাকিরা শুধু ‘পাস’ করে গেছেন। সব মিলিয়ে ১৬ জন বিদেশিসহ মোট ৭৮ জন ক্রিকেটার দল পেয়েছেন ড্রাফট থেকে।

চট্টগ্রাম কিংসের ১২তম দেশি খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন মার্শাল আইয়ুব। এরপর কোনো দল কাউকে নিতে আগ্রহী না হলে ড্রাফটের সমাপ্তি টানা হয়। তবে খেলোয়াড় কেনার কাজ অবশ্য এখানেই শেষ নয়। দলগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। সব ঠিকঠাক থাকলে বিপিএলের ১১তম আসর শুরু হয়ে যাবে ২৭ ডিসেম্বর।

এবার দিন গোনার পালা।