বিশ্বকাপে তাহলে আর খেলা হবে না বোল্টের

২ উইকেট নিয়েছেন বোল্টব্ল্যাক ক্যাপস

বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেই নিউজিল্যান্ড দলে ফিরতেন ট্রেন্ট বোল্ট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত ওয়ানডে বিশ্বকাপে এমনটাই দেখা গেছে। তবে ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপে বোধ হয় দেখা যাবে না এই তারকা পেসারকে।

আজ উগান্ডার বিপক্ষে ম্যাচ শেষে বোল্ট জানিয়েছেন, এটাই তাঁর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না তাঁকে। আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৭ সালে। এক বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপেই যেহেতু খেলবেন না, তাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও যে বোল্টকে দেখা যাবে না, তা ধরে নেওয়াই যায়।

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত জ্বলে উঠেছে বটে, কিন্তু বড্ড দেরি করে ফেলেছে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে কিউইদের। ত্রিনিদাদে আজকের ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে উগান্ডাকে মাত্র ৪০ রানে গুটিয়ে দিয়ে ৮৮ বল বাকি রেখে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় বোল্টের শেষটা ভালো হলো না
এএফপি

এদিন ৭ রানে ২ উইকেট নেন বোল্ট। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে ৩৪ বছর বয়সী পেসার বলেন, ‘নিজের কথা যদি বলি, এটাই হতে যাচ্ছে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

আরও পড়ুন

আগামী সোমবার পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলবেন বোল্ট। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বোল্ট এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলেছেন ১৭ ম্যাচ, উইকেট নিয়েছেন ৩২টি।

দীর্ঘদিন জুটি বেঁধে টিম সাউদির সঙ্গে বোলিং করেছেন বোল্ট। আজ উগান্ডার বিপক্ষেও দুজনে মিলে নিয়েছেন ৫ উইকেট। দুজনে ৮ ওভার বোলিং করে রান খরচ করেছেন মাত্র ১১। সাউদির সঙ্গে জুটি নিয়ে বোল্ট বলেন, ‘আমরা একসঙ্গে অনেক ওভার বোলিং করেছি। এই জুটি সম্পর্কে আমি ভালো জানি। অবশ্যই সে মাঠ ও মাঠের বাইরে আমার ভালো বন্ধু। পুরোনো দিনের মতো একসঙ্গে বোলিং করা, শুরুতে কিছুটা সুইং পেতে দেখায় ভালো লাগছে। দারুণ স্মৃতি, আশা করছি সামনেও এমন সময় কাটাতে পারব।’

৩৪ বছর বয়সী বোল্টের শেষটা এখানে হলেও সাউদি এখনই থামতে চান না। উগান্ডার বিপক্ষে ম্যাচসেরা হওয়া সাউদি বলেছেন, ‘এই বিশ্বকাপে আসার আগে দারুণ একটি বিশ্রাম পেয়েছি। শরীরও সায় দিচ্ছে। নিউজিল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসি। ক্রিকেট খেলাটা আমার স্বপ্ন, এখনো উপভোগ করি। তাই নিশ্চিত করে বলতে পারছি না, আরও কত দিন খেলব।’

সাউদি এখনই থামতে চান না
এএফপি

মূলত পরিবারকে আরও বেশি সময় দিতেই ২০২২ সালে আগস্টে স্বেচ্ছায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান বোল্ট। এর ফলে জাতীয় দলের হয়ে বেছে বেছে ম্যাচ খেলার সুযোগ পান তিনি। সঙ্গে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও নিয়মিত খেলতে পারেন। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করলেও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে দলে ফেরার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন বোল্ট।

তবে নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় বোল্টের শেষটা ভালো হলো না।

আরও পড়ুন