লিটনদের আইপিএলে দেখতে চান রোহিত
সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান—সম্প্রতি আইপিএলে বাংলাদেশি হিসেবে ছিলেন তাঁরাই। সেই সাকিবও গত মৌসুমে দল পাননি। এ মাসেই আরেকটি আইপিএল নিলামে লিটন দাসদের মতো খেলোয়াড়দের দল পাওয়া উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এবার আইপিএলের নিলামে আছেন ছয়জন বাংলাদেশি। জানা গেছে, সাকিব ছাড়াও তালিকায় আছেন লিটন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, আফিফ হোসেন। মোস্তাফিজকে তাঁর দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে।
আইপিএলের নিলামে যে সব দেশের খেলোয়াড় আছেন, তার মধ্যে বাংলাদেশের চেয়ে কম খেলোয়াড় আছে শুধু দুটি দেশের—নামিবিয়া (৫) ও স্কটল্যান্ডের (২)। ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে আইপিএল নিলামে বাংলাদেশিদের দল পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘আমি আশা করি... ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’
সুযোগ পেলে লিটনরা ভালো করবেন বলেও মনে করেন রোহিত, ‘ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, ওদের সুযোগ পাওয়া উচিত।’
যে লিটনের কথা রোহিত বলছেন, সেই তিনিই কাল তাঁর সঙ্গে প্রথম ওয়ানডেতে টস করতে নামবেন। সিরিজটি রোমাঞ্চকর হবে বলেই মনে করেন রোহিত, ‘আমি মনে করি, সিরিজটা রোমাঞ্চকর হবে, সব সময় যা হয়। আমাদের ভালো খেলতে হবে ওদের হারাতে হলে। ওরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। আমরা এখানে সিরিজ নিয়ে ভাবছি না। এক ম্যাচ ধরে ধরে এগোচ্ছি।’
এ সিরিজের পুরোটিতেই বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে। প্রথম ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদও। সিরিজের পরের ম্যাচগুলোতেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে প্রতিপক্ষে কে আছেন, কে নেই—সে সব নিয়ে খুব একটা ভাবতে চান না ভারত অধিনায়ক, ‘আমরা প্রতিপক্ষের সমন্বয় নিয়ে চিন্তা করি না। আমরা ভারতীয় দল হিসেবে খেলতে চাই। ওরা দুজনই অনেক দিন ধরে বাংলাদেশের হয়ে ভালো করছে। তবে এটা অন্যদের জন্য সুযোগও।’