ফতুল্লায় আজ ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল মোহামেডান। অধিনায়ক ইমরুল কায়েস ও তরুণ আরিফুল ইসলামের সেঞ্চুরিতে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে মোহামেডান ৫ উইকেটে করে ২৬৬ রান। রান তাড়ায় প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স পুরো ৫০ ওভার খেলে করে ৯ উইকেটে ১৮২ রান। ৮৪ রানে জিতে টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান।
আজ দ্বিতীয় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সও। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপও ৫ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিংকে।
ফতুল্লায় ১২৭ বলে ১০৬ রান করেছেন মোহামেডান অধিনায়ক ইমরুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি। ১০টি চার ও ২টি ছক্কা মেরেছেন ইমরুল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় আরিফুল ১০৬ বলে করেছেন ১১৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির পথে আরিফুল ৯টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা।
রান তাড়ায় ৪৭ রানে প্রথম ৪ উইকেট হারায় টাইগার্স। ৪টি উইকেটই নেন মোহামেডানের পেসার আবু হায়দার। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন জাতীয় দলের বাইরে থাকা এই বোলার। টাইগার্স ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম।
বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাব ৪৬.২ ওভারে অলআউট ১৮৭ রানে। ওপেনার সাদিকুর রহমান ৪ রানের জন্যই পাননি সেঞ্চুরি। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার আবদুল হালিম ৪৪ রানে ও আলাউদ্দিন বাবু ৩২ রানে নিয়েছেন ৪টি করে উইকেট। রান তাড়ায় ৩৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ওপেনার সাদমান ইসলাম ১০৯ বলে ৯১ রান করে অপরাজিত ছিলেন।
পাশের মাঠে গাজী গ্রুপের পেসার রুয়েল মিয়া পারটেক্সের ইনিংসের প্রথম ৩ বলেই তুলে নেন দুই ওপেনারকে। ওই ধাক্কা আর সামলাতে না পারা দলটি ৩৮.৫ ওভারে অলআউট ১৩০ রানে। গাজীর বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। রান তাড়ায় ৩২.১ ওভারেই লক্ষ্যে পৌঁছায় গাজী গ্রুপ। তিনে নামা অধিনায়ক মেহেদী মারুফ করেছেন সর্বোচ্চ ৫৯ রান।