২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাকিব খেলুন আর না খেলুন, তাঁকে ঠেকাতে তৈরি থাকছে প্রোটিয়ারা

ব্যাটিং অনুশীলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানছবি: এএফপি

সাকিব আল হাসান তাঁর সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, তিনি ফিট আছেন এবং ভালো অনুভব করছেন। সাকিবের আগেই কাল ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলন করেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসানের খেলা না–খেলায় তাঁদের প্রস্তুতির পার্থক্য নিয়ে।

চোটের কারণে সাকিব ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলেননি। মার্করামকে এটি মনে করিয়ে দিয়ে এক সাংবাদিক বলেন—আজও সাকিবের খেলার বিষয়টি অনিশ্চিত। এতে কি আপনাদের প্রস্তুতিতে কোনো বদল হবে?
মার্করাম এ প্রশ্নের উত্তরে যা বলেছেন, সেটার সারমর্ম এ রকম—সাকিব খেলুন আর না খেলুন, বাংলাদেশের অধিনায়ককে ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখবে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচের উইকেটটা একটু পরখ করে নিতে চাইলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম
ছবি: এএফপি

মার্করাম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি, সে খেলুক আর না খেলুক, (তাকে ঠেকানোর জন্য) আমাদের হোমওয়ার্ক করে রাখতে হবে। তাদের দলের সমন্বয় কী হয়, সেটা পরে দেখা যাবে। কিন্তু আপনাকে সব প্রস্তুতিই সেরে রাখতে হবে।’
মার্করাম এরপর সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘নিশ্চিত করেই আমি বুঝতে পারছি, সে অসাধারণ এক খেলোয়াড়। সত্যিকার অর্থেই সে অভিজ্ঞ এবং বাংলাদেশের জন্য বড় কিছু। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

দক্ষিণ আফ্রিকার সহ-অধিনায়ক এরপর যোগ করেন, ‘সে খেলুক আর না খেলুক, আমরা আমাদের পরিকল্পনা করে রেখেছি এবং দল হিসেবে আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’ সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার না ভাবার উপায়ই–বা কী! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৯২ রান আর সর্বোচ্চ ১৬ উইকেটও তাঁর।

আরও পড়ুন