টেস্টে আয়ারল্যান্ডকে শক্তির পার্থক্য বুঝিয়ে দিতে চায় বাংলাদেশ
গতকাল আইপিএল খেলতে চলে গেছেন মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে না থাকায় শুরু থেকেই মোস্তাফিজকে পাচ্ছে তাঁর আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। ওদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে আইপিএল খেলতে যাওয়ার কথা সাকিব আল হাসান ও লিটন দাসের। টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়ককে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। আইরিশদের এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ।
এবার টেস্টেও শক্তির পার্থক্যটা বুঝিয়ে দিতে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আজ নির্বাচক আবদুর রাজ্জাক সে কথাই বললেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের জন্য সাকিব-লিটনদের আইপিএলের ছাড়পত্র না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের রাজ্জাক বলেছেন, ‘আমার সোজা হিসাব, আমি চাই জিততে। খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিততে চাই।’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শুরুর সময়ের উদাহরণও টেনেছেন সাবেক এই ক্রিকেটার, ‘একটা সময় ছিল শুরুর দিকে আমরা যখন টেস্ট খেলেছি, তখন প্রতিপক্ষ আমাদের সঙ্গে দাপট দেখিয়ে জিতত। আমরাও আয়ারল্যান্ডের সঙ্গে সেভাবেই খেলতে চাই, যাতে করে বোঝানো যায় যে আমাদের উন্নতি হচ্ছে। নতুন যারা আসছে, তাদের সঙ্গে আমাদেরও পার্থক্যটা এ রকম।’
সংস্করণটা টেস্ট, সে জন্যই রাজ্জাক পূর্ণ শক্তির দলেই ভোট দিয়েছেন। তাঁর যুক্তি, ‘টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা যখন আমাদের সঙ্গে খেলত, তখন তারা পূর্ণ শক্তির দলই খেলাত। ভারত কিন্তু টেস্ট খেলতে মূল দলটাই নিয়ে আসে। এটা হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে টেস্ট জেতা একটা বড় বিষয়। এটা থেকে কেউ আসলে নিজেদের বঞ্চিত করতে চায় না।’
বাংলাদেশ দলের টেস্ট সামর্থ্যের বিষয়টিও এসেছে রাজ্জাকের কথায়, ‘আমি ব্যক্তিগতভাবে চাই একদম সেরা দলটাই খেলুক। যেহেতু এটা একটা টেস্ট ম্যাচ। টেস্টে কোনো দলের বিপক্ষে কোনো সুযোগ নেওয়া উচিত নয়। কারণ, টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আর আমরা এখনো ওরকম পরিস্থিতিতে যাইনি যে ৪-৫ জন ক্রিকেটার না থাকলেও কোনো সমস্যা হবে না। আমার মনে হয়, ওই পর্যায়ে যেতে আমাদের এখনো সময় লাগবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা এই ম্যাচটা দাপট দেখিয়ে জিততে চাই, খুব ভালোভাবে জিততে চাই। আমাদেরও তো জানা দরকার আছে আমরা টেস্টে কোন অবস্থায় আছি।’
আয়ারল্যান্ড দলের ক্রিকেটারদের অনেকেই কাউন্টি ক্রিকেটে নিয়মিত। রাজ্জাক সেটিও মনে করিয়ে দিলেন, ‘আয়ারল্যান্ডের প্রচুর ক্রিকেটার আছে যারা কাউন্টি খেলে। ওদেরকে খুব দুর্বল ভাবার কারণ নেই। এখানে আমাদের সঙ্গে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ দেখে যদি মনে হয় যে ওরা খুব ভালো একটা দল নয়, সেটি কিন্তু ভুল হবে। এই দুটি সিরিজে ওরা যা খেলেছে, তার চেয়ে অনেক ভালো দল আয়ারল্যান্ড। হয়তো কোনো কারণে শুরুতে মানিয়ে নিতে পারেনি। ওদের মনে হয় প্রায় ৯০ শতাংশ ক্রিকেটারই কাউন্টি ক্রিকেট খেলে। আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত, তাদের সবারই কিন্তু কাউন্টির মান সম্পর্কে ধারণা আছে। ওরা সেখানে পারফর্মও করে।’