পাকিস্তানের বিপক্ষে কেন বড় ব্যবধানে জিততেই হবে ভারতের মেয়েদের
শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ রানের জয় দিয়ে পাকিস্তানের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছে দারুণ। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবারের বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের হার দিয়ে।
বিপরীত এই শুরুর পর আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের জন্য ম্যাচটি নকআউটের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার আর ভারতের কাছে এটা নকআউটের লড়াইয়ে টিকে থাকার।
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে ভারতকে শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। কারণ, গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা দূর করতে হলে যে রান রেট অনেকটাই বাড়িয়ে নিতে হবে ২০২০ টুর্নামেন্টের ফাইনালিস্টদের।
গ্রুপের ৫ দলের মধ্যে চারটিই একটি করে ম্যাচ খেলে ফেলেছে, শ্রীলঙ্কা খেলেছে দুটি ম্যাচ। হেরেছে দুটিতেই। একটি করে জয় পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে, পাকিস্তান তিনে।
ভারত একটি ম্যাচ খেলার পরও দুই ম্যাচ খেলা শ্রীলঙ্কার চেয়েও রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকায় আছে সবার নিচে। নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের হারে ভারতের নেট রান রেট দাঁড়িয়েছে -২ দশমিক ৯০। এই রান রেট আজ বাড়িয়ে নিতে না পারলে হয়তো বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য। কারণ, গ্রুপের শেষ ম্যাচটি যে তাদের খেলতে হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের অন্য ম্যাচটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যারা যেকোনো দিন যেকোনো দলকে বিস্ময় উপহার দিতে পারে। এশিয়া কাপ ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হেরেছিল ভারত।
ভারত-পাকিস্তানের মেয়েদের টি-টোয়েন্টির মুখোমুখি ইতিহাস অবশ্য আজকের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছে। এর আগে দল দুটি ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২টিতেই জিতেছে ভারত। পাকিস্তানের ৩টি জয়ের দুটি আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে বিশ্বকাপে ৬ বারের মুখোমুখিতে ৪ বার জিতেছে ভারত। আর বিশ্বকাপে পাকিস্তানের সর্বশেষ জয়টিও সেই ২০১৬ সালে।