বুমরার অপেক্ষা ফুরোতে পারে আগস্টে

ভারতের জার্সিতে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে দেখা গিয়েছিল বুমরাকেছবি : ইসিবি

অবশেষে তাহলে মাঠে ফিরছেন যশপ্রীত বুমরা! গত বছরের সেপ্টেম্বর থেকেই পিঠের চোটের কারণে মাঠের বাইরে এই পেসার। এরপর বেশ কয়েকবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করেছেন, তবে মাঠে ফেরা স্থায়ী হয়নি। খেলতে পারেননি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট।

ভারতীয় ক্রিকেটের জন্য ভালো খবর হচ্ছে, আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বুমরা। দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কিছুদিনের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বুমরা। ফিরতে পারবেন দুই মাসের মধ্যেই।

২৯ বছর বয়সী বুমরার পিঠে অস্ত্রোপচার করা হয় গত মার্চে। এরপর দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিলেন এই পেসার। বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, মাঠে ফেরার জন্য অনেকটাই প্রস্তুত বুমরা, ‘আগস্টে আয়ারল্যান্ড সিরিজের জন্য বুমরাকে প্রস্তুত মনে হচ্ছে। বুমরার ফেরাটা ভারতের মনোবল বাড়াবে, আর লম্বা বিরতির পর বুমরাকেও মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হবে। সবকিছু যদি ঠিক থাকে, শতভাগ প্রস্তুত বুমরাই মাঠে নামবে।’

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ৩১ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে পুরোনো ছন্দের বুমরাকে পেতে হলে আগেই মাঠে ফিরতে হবে তাঁকে। সে হিসেবে আগস্টে মাঠে ফেরাই বুমরা ও ভারতের জন্য সঠিক সময়।

পুনর্বাসনের সময়ে বুমরার সঙ্গে কাজ করেছেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষণ, স্পোর্টস সায়েন্স ও মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান নিথিন প্যাটেল। এ দুজন ছাড়াও এনসিএর ফিজিও এস রজনিকান্তও বুমরাকে দ্রুত মাঠে ফেরাতে কাজ করেছেন। হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ারের মাঠে ফেরানোর কাজও করেছেন এই রজনিকান্ত। বুমরাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তাঁরা।

আরও পড়ুন

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা নিউজ১৮–কে এ প্রসঙ্গে বলেছেন, ‘নিথিন প্যাটেল ও রজনিকান্ত বুমরার সঙ্গে খুব কাছ থেকে কাজ করছেন। দুজনই খুব অভিজ্ঞ, তাঁরা বুমরাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। কারণ, এই বছর সাদা বলের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপও শুরু হবে।’

আরও পড়ুন