আইসিসির মার্চ মাসের সেরার মনোনয়নে সাকিব
১২ ম্যাচ ৩৫৩ রান আর ১৫ উইকেট—গত মাসে তিন সংস্করণ মিলিয়ে এমন পারফরম্যান্সে আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান।
মার্চ মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে জিততে হলে সাকিবের লড়তে হবে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও আরব-আমিরাতের আসিফ খানের সঙ্গে। আজ মার্চ মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত মাসেই ৭ বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতেছিল বাংলাদেশ। আর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছিলেন ৪ উইকেট। টি-টোয়েন্টি সিরিজেও সাকিব নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন অপরাজিত ২৪ বলে ৩৪ রানের ইনিংস।
এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রান করেছিলেন সাকিব। টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৩৮ রানের অপরাজিত ইনিংস।
অন্যদিকে উইলিয়ামসনও মার্চ মাসটা নিজের করে নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এক ডাবল সেঞ্চুরির পাশাপাশি আরও একটি সেঞ্চুরি পেয়েছিলেন। সিরিজের প্রথম টেস্টে পঞ্চম দিনের শেষ ওভারে গিয়ে একাই জিতিয়েছিলেন দলকে। আর দ্বিতীয় টেস্টে তো ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করেন উইলিয়ামসন। সব মিলিয়ে দুই টেস্টে করেছিলেন ৩৩৭ রান।
গত মাসে নেপালের বিপক্ষে ৪২ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন আরব আমিরাতে আসিফ খান। সেই ইনিংসে ১১ টি ছক্কা মেরেছিলেন আসিফ। আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এরপর আমেরিকার বিপক্ষেও ৮৪ রানের ইনিংস খেলেছিলেন আসিফ।