২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

একলাফে ২৬ ধাপ এগোলেন সানজিদা

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে একলাফে ২৪ নম্বরে চলে এসেছেন বাংলাদেশের সানজিদা (ডানে)ছবি: শামসুল হক

আগের র‍্যাঙ্কিংয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে ৫০ নম্বরে ছিলেন সানজিদা আক্তার। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে একলাফে ২৪ নম্বরে চলে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। এ ছাড়াও বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন নাহিদা আক্তার ও রুমানা আহমেদ। দুজনেই আছেন সেরা ৫০-এর মধ্যে। ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে মুর্শিদা খাতুন ও ফারজানা হকের। রুমানার এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকাতেও।

গত মঙ্গলবার প্রকাশিত আগের র‍্যাঙ্কিংয়ের পর নারী এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে তার আগে ওই তিন ম্যাচের পারফরম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সানজিদা। ভারতের বিপক্ষে ৪ ওভারে কোনো উইকেট না পেলেও রান দেন মাত্র ২০। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এই পারফরম্যান্সের পর সানজিদার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৫৬৫।

আরও পড়ুন

বোলারদের তালিকায় সেরা ২৫-এর মধ্যে সানজিদা ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ১৩ নম্বরে আছেন সালমা খাতুন। সেরা ৫০-এ থাকা নাহিদা দুই ধাপ এগিয়ে এখন ৪২ নম্বরে। রুমানা এগিয়েছেন ৯ ধাপ, ৫১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ৪৭ নম্বরে। ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি ইংল্যান্ডের সোফি একলস্টোন।

বোলারদের তালিকায় ১৩ নম্বরে আছেন সালমা খাতুন
ছবি: শামসুল হক

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান নিগার সুলতানার। ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক ২২ নম্বরে। নিগার মালয়েশিয়ার বিপক্ষে খেলেছেন ৫৬ রানের ইনিংস, ভারতের বিপক্ষে করেছেন ৩৬।

আরও পড়ুন

চার ধাপ এগিয়ে মুর্শিদা খাতুন এখন ২৭ নম্বরে, তাঁর রেটিং পয়েন্ট ৫৩৪। মালয়েশিয়ার বিপক্ষে মুর্শিদাও করেছেন ৫৬ রান, ভারতের বিপক্ষে ২১। সেরা ৫০-এ আছেন ফারজানা হকও, তিন ধাপ এগিয়ে তিনি ৪৯ নম্বরে, তাঁর রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৪৪৪। ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান অস্ট্রেলিয়ার বেথ মুনির। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৩।

অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই ৯ নম্বরে বাংলাদেশের সালমা খাতুন। তাঁর রেটিং পয়েন্ট ২৭৪। বাংলাদেশ থেকে সেরা ২০-এর মধ্যে আছেন রুমানাও। ১৮০ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে তিনি। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় আগের মতোই ১ নম্বরে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।