‘জাতীয় স্বার্থে’ পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবি চেয়ারম্যানের
বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–২০ লিগের দাপট। একই সঙ্গে চলছে বিপিএল, বিগ ব্যাশ, আইএল টি–টোয়েন্টি এবং এসএ২০।
বেশির ভাগ বিদেশি খেলোয়াড় অর্থের ঝনঝনানির নতুন আসর আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ বেছে নেওয়ায় বিপিএল পড়েছে তারকাসংকটে।
বড় তারকা বলতে যাঁরা বাংলাদেশে এসেছেন, সিংহভাগই পাকিস্তানি। ঢাকা ডমিনেটরস ছাড়া বাকি ছয় ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানের অন্তত দুজন করে খেলোয়াড় রয়েছেন। বলতে গেলে মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজরাই বিপিএল মাতিয়ে রেখেছেন। কিন্তু আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পিএসএল শুরু হতে চলায় বিপিএল ছেড়ে দ্রুত তাঁদের দেশে ফিরতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী রোববার বেলুচিস্তানে একটি প্রদর্শনী ম্যাচ থাকায় বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। যদিও বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রিজওয়ান–নাসিমদের পাওয়ার আশা করেছিল। বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারও বোর্ডের কাছে বাংলাদেশে আরও কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে সে অনুরোধ রাখেননি শেঠি।
গতকাল একটি অনুষ্ঠানে শেঠি বলেছেন, ‘বেলুস্তিচানকে ঝামেলাপূর্ণ প্রদেশ মনে করা হয়। কোয়েটায় (বেলুচিস্তানের রাজধানী) প্রদর্শনী ম্যাচ আয়োজনের মাধ্যমে আমরা ভুল ধারণা ভেঙে সুন্দর ভাবমূর্তি গড়ে তুলতে চাই। সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করতে হবে।’
প্রদর্শনী ম্যাচের সঙ্গে পাকিস্তানের জাতীয় স্বার্থ জড়িত জানিয়ে শেঠি আরও বলেছেন, ‘পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে জানিয়েছে, কয়েকজন খেলোয়াড় বিপিএল ছাড়তে আগ্রহী নয়। চার–পাঁচজন পুরো বিপিএল খেলে আসতে চায়। কিন্তু আমি পরিষ্কার বার্তা দিতে চাই, জাতীয় স্বার্থে ওদের ফিরে আসতে হবে।’
খেলোয়াড়েরা বোর্ডের অধীন হওয়ায় তারা যখন ডেকে পাঠাবে, তখনই আসা উচিত বলে মত পিসিবি চেয়ারম্যানের, ‘আমরা যেকোনো মুহূর্তে খেলোয়াড়দের ডেকে পাঠাতে পারি। চুক্তি অনুযায়ী সেই অধিকার আমাদের আছে। বিশ্বজুড়ে এ রকমই হয়ে আসছে। জানি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ পূরণ করে ওরা আরও কিছু অর্থ উপার্জন করতে চায়। কিন্তু জাতীয় স্বার্থ পূরণে ওদের আমাদের প্রয়োজন।’
বেলুচিস্তানে প্রদর্শনী ম্যাচে হলুদ দলকে নেতৃত্ব দেবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই দলে আরও আছেন শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজদের মতো তারকারা। আর বেগুনি দলের অধিনায়ক করা হয়েছে সরফরাজ আহমেদকে। এই দলে খেলবেন ইফতিখার আহমেদ, নাসিম শাহ, উমর আকমলরা।