ক্রিকেটে ভারত–পাকিস্তান মুখোমুখি হলে উত্তেজনার পাশাপাশি বিতর্কও তৈরি হয়। অতীতে অনেকবারই হয়েছে, ব্যতিক্রম হলো না এবার এশিয়া কাপেও। দুবাইয়ে ভারত–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে যাওয়ায় মৃত্যুর হুমকি পেয়েছেন এক ভারতীয় সমর্থক।
ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, ৪২ বছর বয়সী এই ভারতীয় সমর্থকের নাম সান্যম জয়সোয়াল। ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে আরব আমিরাতে গিয়েছেন এই সমর্থক। স্টেডিয়ামে ঢোকার আগে কোনোভাবেই ভারতের একটা জার্সি জোগাড় করতে পারেননি। সব বিক্রি হয়ে গিয়েছিল। একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় তাঁর মাথায়।
পাকিস্তানের জার্সি পরে স্টেডিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিজে ভারতের সমর্থক হলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের জার্সি পরে গ্যালারিতে বসে একটু মজা করার কথাই ভেবেছিলেন সান্যম। কিন্তু পরিকল্পনাটা বুমেরাং হয়েছে। গ্যালারিতে তাঁর পাকিস্তানের জার্সি পরে খেলা দেখার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর মৃত্যুর হুমকি পেয়েছেন সান্যম।
‘পাকিস্তানের জার্সি পরে এক ভারতীয়’—এই নামে কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপরই সান্যমের পরিবার মৃত্যুর হুমকি পেতে শুরু করে। ভারতের কয়েকজন রাজনীতিবিদকে ট্যাগ করে ভিডিওগুলো পোস্ট করা হয়। সান্যম স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ভারতীয় হয়েও স্রেফ মজা করেই তিনি পাকিস্তানের জার্সি পরে খেলা দেখেছেন।
তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে টাইমস নাউ, ‘আমি ভারত ক্রিকেট দলের সমর্থক এবং পুরো ম্যাচে তাদেরই সমর্থন করেছি। শুধু দলকে সমর্থন দিতেই ভারত থেকে এসেছি। স্টেডিয়ামে পৌঁছে দেখি, ভারতের সব জার্সি বিক্রি হয়ে গেছে। পাকিস্তানের সমর্থকদের খোঁচানোর ভাবনা থেকে পাকিস্তান দলের জার্সি পরেছিলাম।’
সান্যম জয়সোয়ালের বাড়ি ভারতের উত্তর প্রদেশের বারেল্লি জেলায়। সেখানকার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা অনিরুদ্ধ পঙ্কজ জানিয়েছেন, এই ঘটনা যেহেতু দেশের বাইরে ঘটেছে, তাই এই বিষয়ে এফআইআর নেওয়া হবে না।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে অনিরুদ্ধ বলেছেন, ‘ঘটনাটা আমরা জানতে পেরেছি। কিন্তু এই ঘটনা যেহেতু দেশের বাইরে ঘটেছে, তাই সরকারের তরফ থেকে নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, অনলাইনে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর ভারতের কিছু সমর্থক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও পুলিশকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছিলেন।
জয়সোয়ালের পরিবার থেকে ভারতের সংবাদমাধ্যমকে বলা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচের দিন স্টেডিয়ামে যেতে দেরি করে ফেলেন সান্যম। ভারতের জার্সি না পাওয়ায় পাকিস্তানের জার্সি পরে গ্যালারিতে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ শ্লোগান দিয়ে খেলা উপভোগ করতে চেয়েছিলেন এই সমর্থক। এক ভিডিওবার্তায় সান্যমের বাবা সতীশ জয়সোয়াল বলেছেন, ‘আমরা পারিবারিকভাবে দেশপ্রেমিক। জানি না আমার ছেলে কোন পরিস্থিতিতে কী করেছে। সে যদি কারও মনে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী।’