কালই সিলেটে গিয়ে রংপুর দলে যোগ দেবেন সাকিব
সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে আজ রাতেই ঢাকায় ফিরছেন সাকিব আল হাসান। বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে সিলেটে যোগ দেবেন কাল দুপুরে।
এটুকু পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন, সাকিবের চোখের সমস্যা নিয়ে আপাতত বড় কোনো দুশ্চিন্তা নেই। মোটামুটি ভালো খবর নিয়েই তিনি ফিরছেন সিঙ্গাপুর থেকে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতেও সে রকমই জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ও বিদেশের চক্ষুবিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং চোখের বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা।
সাকিবের চোখের এই সমস্যা প্রথমে ধরা পড়ে গত বিশ্বকাপের সময়। ভারতেই দুজন চক্ষুবিশেষজ্ঞ দেখানোর পর তিনি দেশে এসেও শরণাপন্ন হয়েছিলেন চিকিৎসকদের। বিপিএলের ঠিক আগে যান লন্ডনে চিকিৎসক দেখাতে, এরপর রংপুরের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে এক ম্যাচ খেলেই চক্ষুবিশেষজ্ঞ দেখাতে যান সিঙ্গাপুরে।
সেখানে র্যাফলস আই সেন্টার ও ন্যাশনাল আই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন সাকিব। সব চিকিৎসকের সম্মিলিত সিদ্ধান্তেই ঠিক হয়েছে তাঁর চোখের চিকিৎসাপদ্ধতি।
সাকিবের দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘আজ রাতে দেশে ফিরে কালই সে সিলেটে দলের সঙ্গে যোগ দেবে। শারীরিকভাবে স্বস্তি বোধ করলে আমরা তাকে মাঠে নামাব।’