পাকিস্তান ক্রিকেটে কী হচ্ছে, প্রশ্ন পিটারসেনের

সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনছবি: বিসিসিআই

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের কড়া সমালোচনাই হচ্ছে। এর বেশির ভাগই আসছে সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের কাছ থেকে। এবার পাকিস্তান ক্রিকেটের অধঃপতন নিয়ে মুখ খুললেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনও।

এক্সে এক পোস্টে পিটারসেন লিখেছেন, ‘পাকিস্তানে ক্রিকেটের কী হলো? আমি যখন পিএসএলে খেলেছি, ওই লিগের মান দুর্দান্ত ছিল। খেলোয়াড়দের কর্মনীতি দারুণ ছিল, উঠতি তরুণেরা ছিল জাদুময়ী। সেখানে হচ্ছেটা কী?’

পিটারসেনের কথায় স্পষ্ট, বাংলাদেশের কাছে দেশের মাটিতে টেস্ট হারকে ধরা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে মুহূর্ত হিসেবে। সাবেক ক্রিকেটারদের কেউ কেউ অবশ্য বলছেন, পাকিস্তান ক্রিকেটের এ অধঃপতন শুরু হয়েছে দুই-তিন বছর আগে থেকেই।

আরও পড়ুন

এমনিতে পাকিস্তানের ক্রিকেট সুবিধাজনক অবস্থানে নেই। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হওয়ার পর লম্বা বিরতি দিয়ে এ সংস্করণে নেমেছিল তারা। দেশের মাটিতে টেস্টে দীর্ঘ এক জয়খরা চলছে দলটির। ২০২১ সালে ৯ টেস্ট আগে সর্বশেষ জয়টি এসেছিল তাদের।

দেশের মাটিতে সর্বশেষ ৯ টেস্টে কোনো জয় নেই পাকিস্তানের
এএফপি

পিটারসেনের পোস্টের নিচে মন্তব্য করছেন অনেকেই। তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘স্রেফ এটা কি হতে পারে না যে বাংলাদেশ বেশি ভালো খেলেছে?’ সেটির জবাবে আবার আরেকজন লিখেছেন, ‘হতে পারে। কিন্তু পাকিস্তান দল এমনকি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কাছেও হারছে। তাহলে কিছু না কিছু গড়বড় হয়েছে এ দলের মধ্যে।’

আরও পড়ুন

জুনে যুক্তরাষ্ট্রে হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে আয়ারল্যান্ড সফরের ফলের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

আরেকজন তাঁর মন্তব্যে তুলে এনেছেন পাকিস্তান ক্রিকেটের অস্থিরতার প্রসঙ্গটি। তিনি লিখেছেন, ‘পাকিস্তানে (ক্রিকেটের এমন দশার পেছনে) রাজনীতি বড় একটা কারণ। ছয় মাস অন্তর নতুন বোর্ড প্রেসিডেন্ট আর নতুন নির্বাচক আসেন। সেই একই চক্রের পুনরাবৃত্তি হয়।’

রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান ও বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৩০ আগস্ট। এরপর আগামী অক্টোবরে ইংল্যান্ড যাবে পাকিস্তান সফরে, সেখানে হবে তিনটি টেস্ট।