২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মুম্বাইয়ে যোগ দিচ্ছেন সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব ফিরছেনআইপিএল

সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। আইপিএলে এখন পর্যন্ত হেরেছে টানা তিন ম্যাচেই। টুর্নামেন্টের একমাত্র দল যারা এখনো জয়হীন। অন্যদিকে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাইয়ের অধিনায়কত্ব দেওয়ার পর থেকেই দল নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমন পরিস্থিতে ইতিবাচক একটা খবরই পেল মুম্বাই। চোট কাটিয়ে দলে যোগ দিচ্ছেন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সূর্যকে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি ফিট ঘোষণা করেছে। তিনি আগামীকাল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যোগ দেবেন। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, সূর্যকে ফিট ঘোষণা করেছে জাতীয় ক্রিকেট একাডেমি।

আরও পড়ুন

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। অস্ত্রোপচার শেষে তিনি জাতীয় একাডেমিতে পুনর্বাসনে ছিলেন। যে কারণে চলতি বছরে এখনো মাঠে নামতে পারেননি। সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছর ১৪ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের হারানোর ম্যাচে ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সূর্য।

বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘সে এখন ফিট। জাতীয় ক্রিকেট একাডেমি তাকে কিছু ম্যাচ খেলিয়েছে, তাতে সূর্যকে ভালোই মনে হয়েছে। সে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিতে পারে। আমরা এটা নিশ্চিত করতে চেয়েছি, সে যখন মুম্বাইতে যোগ দেবে, তখন যেন শতভাগ ফিট থাকে।’

আরও পড়ুন

আগামী রোববার দিল্লির বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। সেই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন সেশন করার কথা সূর্যকুমারের। ক্রিকবাজ জানিয়েছে, সূর্যকুমার দিল্লির বিপক্ষে খেলবেন  কি না, সেই  ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে অনুশীলন সেশন শেষে।
প্রথম তিন ম্যাচে হারার পর ঘুরে দাঁড়াতে বিশেষ কিছু করতে হবে মুম্বাইকে। সূর্যই সেটাই করতে পারেন। গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে ১৬ ইনিংসে রান করেছিলেন ৬০৫, গড় ৪৩.২১। এত রান তিনি করেছিলেন ১৮১.১৪ স্ট্রাইকরেটে!