টুখেল আরও শাস্তি পেতে পারেন
ইংলিশ প্রিমিয়ার লিগে কাল চেলসি-টটেনহাম ম্যাচে আন্তনিও কন্তে ও টমাস টুখেলের মধ্যে হাতাহাতির ঘটনার জের গড়িয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) পর্যন্ত। ম্যাচ শেষে চেলসি কোচ টুখেল বলেছেন, ভবিষ্যতে চেলসির ম্যাচ পরিচালনার দায়িত্ব যেন না পান রেফারি অ্যান্থনি টেলর। ইংলিশ রেফারি চেলসির (কাল) ম্যাচ পরিচালনা করবেন, তা জানার পর থেকেই নাকি শঙ্কায় ছিলেন ক্লাবটির খেলোয়াড়েরা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) টুখেলের এই মন্তব্যের তদন্ত করবে।
চেলসি-টটেনহাম ২-২ গোলে ড্র ম্যাচে লাল কার্ড দেখেন দুই দলের কোচই। দুজনই টাচলাইনে নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচ করে। অর্থাৎ চেলসি ও টটেনহামের পরের ম্যাচে তাঁদের ডাগআউটে দেখা যাবে না। তবে টুখেল আরও শাস্তির সম্মুখীন হতে পারেন। কাল ম্যাচ শেষে রেফারি টেলরের ওপর ক্ষোভ উগরে দেওয়ার সাজা পেতে পারেন এই জার্মান কোচ।
চেলসির ম্যাচে টেলরের রেফারিং নিয়ে ক্লাবটির সমর্থকদের বিষোদ্গার আজকের নয়। গত মৌসুমেও এই রেফারির বিপক্ষে অনলাইনে পিটিশন করে ৮০ হাজারের বেশি সই সংগ্রহ করেছিলেন চেলসির ভক্তরা। কালকের ম্যাচের পরও টেলরকে নিয়ে অনলাইনে পিটিশন করে প্রথম ঘণ্টায় ১০ হাজারের বেশি সই সংগ্রহ করা হয়। টটেনহামের দুটি গোল নিয়ে আপত্তি আছে চেলসি কোচ টুখেলের। দুটি গোলের আগে দুটি ফাউলের আবেদন করেছিল চেলসি। রেফারি টেলর তাতে কর্ণপাত করেননি।
স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির ম্যাচে টেলর এর আগেও বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন এবং চেলসির ম্যাচেই তিনি এমন কাণ্ড করে থাকেন—সমর্থকদের মতো টুখেলও এমন মনে করেন কি না, এই প্রশ্নের উত্তরে চেলসি কোচ সোজাসাপটা বলেছেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি পুরো ড্রেসিংরুম এবং সবাই এটাই মনে করে। খেলোয়াড়েরা মাঠে থাকে, কী ঘটে তারা জানে। আবারও ঠিক ঘটল এবং তারা এটা জানত।’ টেলরকে চেলসির ম্যাচ পরিচালনা করা থেকে তুলে নেওয়া উচিত কি না, সে প্রসঙ্গে টুখেলের ভাষ্য, ‘এটাই ভালো হয়।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, আজ চেলসি-টটেনহাম ম্যাচে রেফারির প্রতিবেদন নিয়ে বসবে এফএ। এরপর টুখেলকে আরও শাস্তি দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদমাধ্যম জানিয়েছে, এফএ-র তদন্তে অভিযুক্ত হয়ে আরও শাস্তি পেতে পারেন টুখেল। পক্ষপাতদুষ্ট মন্তব্য এবং খেলার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠতে পারে তাঁর বিরুদ্ধে। গত এপ্রিলে এমন মন্তব্য করে শাস্তি পেয়েছিলেন এভারটন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ‘মার্সেসাইড ডার্বি’তে হারের পর ল্যাম্পার্ড বলেছিলেন, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ অ্যান্থনি গর্ডনের (এভারটনের খেলোয়াড়) মতো পড়ে গেলে ঠিকই পেনাল্টি দিতেন রেফারি। এই মন্তব্য করায় তাঁকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করেছিল এফএ।